Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘বৃথা আশা…’ সেমিতে যেতে ৬ ওভারে ৩০০ তুলতে হবে বাবরের পাকিস্তানকে!

চমক দেবে পাকিস্তান!

ICC ODI World Cup 2023: Pakistan chance to play semifinal after New Zealand beat Sri Lanka। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 9, 2023 8:54 pm
  • Updated:November 9, 2023 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৪ অক্টোবর। চলতি বিশ্বকাপের মঞ্চে (ICC ODI World Cup 2023) টিম ইন্ডিয়ার (Team India) কাছে ৭ উইকেটে হেরে গিয়েছিল পাকিস্তান (Pakistan)। এর পরেও চলছিল আলোচনা। নাটকীয় উত্থান ঘটিয়ে বাবর আজমের (Babar Azam) দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজে আয়োজিত হবে ফের একবার ‘মাদার অফ অল ব্যাটল’ (Mother Of All Battle)। ভারত-পাকিস্তানের (IND vs PAK) মধ্যে সেমিফাইনাল দেখার আশা ছিল ক্রিকেট পাগলদের। তবে বৃহস্পতিবার শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ২৩.২ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৭২ রান ৫ উইকেটে তুলে শেষ চার কার্যত নিশ্চিত করে নিল নিউজিল্যান্ড (New Zealand)। অনেক বড় কিছু অঘটন না ঘটাতে পারলে কাপ যুদ্ধ থেকে পাকিস্তানের বিদায় আসন্ন।

শেষ চারের লড়াইয়ে কিউইরা অনেকটা এগিয়ে যাওয়ার পর, আফগানিস্তান ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। পাকিস্তানও ব্যাপক চাপে। কারণ ১১ নভেম্বর ইডেনে ইংল্যান্ডকে শুধু হারালেই চলবে না, মহম্মদ রিজওয়ান-শাহিন শাহ আফ্রিদিদের অনেক বড় ব্যবধানে জিততে হবে। সেই ম্যাচে পাকিস্তান প্রথম ব্যাট করলে তাদের ৩০০ রান তুলতেই হবে। এর পর জস বাটলারের দলকে অলআউট করতে হবে ৩০ রানের মধ্যে। আর ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩০০ রান স্কোরবোর্ডে তুলে দিলে, পাকিস্তানকে সেই রান মাত্র ৬ ওভারের মধ্যে চেজ করতে হবে! যা অসম্ভব।

Advertisement

[আরও পড়ুন: শ্রীলঙ্কাকে হেলায় হারিয়ে কার্যত শেষ চারে নিউজিল্যান্ড, বিদায়ের পথে পাকিস্তান]

তাই ২০১৯ সালের বিশ্বকাপের মতো ফের একবার সেমিফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের লড়াই সময়ের অপেক্ষা। পাকিস্তান সরকারিভাবে বিদায় নিলেই, আগামী ১৫ নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ড মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল খেলা স্থির হয়ে যাবে। অন্যদিকে ১৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৯৯ সালের কাপ যুদ্ধে দুই দল শেষ চারের লড়াইয়ে নেমেছিল।

বাবর আজম ও রশিদ খানের দল তাদের শেষ ম্যাচে যথাক্রমে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে হারালেও, দুই দলের নেট রানরেট নিউজিল্যান্ডের তুলনায় অনেক কম। এই মুহূর্তে চার নম্বরে থাকা কিউইদের ৯ ম্যাচে রয়েছে ১০ পয়েন্ট। রান রেট ০.৭৪৩। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। রান রেট ০.০৩৬। অন্যদিকে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয় রয়েছে ছয় নম্বরে রয়েছেন আফগানরা। রানরেট -০.৩৩৮। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে আফগানিস্তান। প্রোটিয়াদের বিরুদ্ধে মহম্মদ নবিদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ তাদের রান রেট মোটেও ভালো নয়। অন্যদিকে পাকিস্তানও বেশ চাপে। ইংল্যান্ডকে হারালেও বাবর আজমের খালি হাতে দেশে ফিরে যাওয়া সময়ের অপেক্ষা। কারণ তাদের শেষ চারে যাওয়ার অঙ্ক যে বেজায় কঠিন। 

[আরও পড়ুন: ‘বল পায়ে নিজেকে রোনাল্ডো মনে করে’, কোহলিকে নিয়ে কেন এমন বললেন যুবি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement