Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘ভীতু অধিনায়ক’, ভারতের কাছে হারের পরে বাবরের তীব্র সমালোচনায় প্রাক্তন পাক তারকা

তীব্র সমালোচনার শিকার বাবর।

ICC ODI World Cup 2023: Pakistan captain Babar Azam criticized by Moin Khan । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 17, 2023 1:47 pm
  • Updated:October 17, 2023 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমালোচনা সমালোচনায় পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে (Babar Azam) ছিঁড়ে ফেললেন প্রাক্তন ক্রিকেটার মইন খান (Moin Khan)। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে পাকিস্তান। আর তারপরেই দেশের প্রাক্তন ক্রিকেটাররা বাবর আজমের সমালোচনা করতে ছাড়েননি। মইন বলেছেন, ”বাবরকে দেখে মনে হয়েছে ও ভীতু। ভয় পেয়েছে।”
বাবরের ব্যাটিংয়ের সমালোচনা করে পাকিস্তানের প্রাক্তন উইকেট কিপার মইন খান বলেছেন, ”বাবরের ব্যাটিংয়ে তীব্রতা দেখা যায়নি। সহজাত নেতৃত্ব দিতেও দেখা যায়নি। ৫৮ বল নিয়েছে। ও যখন ব্যাট করতে নেমেছিল, তখন পিচে কোনও জুজু ছিল না। পিচের চরিত্র বোঝা হয়ে গিয়েছিল। ও রানের গতি এগিয়ে নিয়ে যেতেই পারত। আরেকটু আক্রমণ করতে পারত। তীব্রতা গোটা দলে প্রতিফলিত হয়। অধিনায়ককে শট খেলতে ভীতু মনে হলে তার প্রতিফলন পড়ে গোটা দলের উপরে। বাকিরাও শট খেলতে দ্বিধা দ্বন্দ্বে ভোগে।” 

[আরও পড়ুন: ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন মেসি-রোনাল্ডো? জবাব দিলেন রোনাল্ডিনহো]

 

পাকিস্তানের খেলা দেখে মনে হয়েছে তারা ভয়ে ভয়ে খেলেছে। ক্যাপ্টেনের ভীতসন্ত্রস্ত ক্রিকেটের প্রভাব পড়ছে গোটা দলের উপরে। মইন খান বলেছেন, ”ওদের দেখে মনে হয়েছে চাপে রয়েছে। এবং এই চাপের জন্যই শট খেলতে পারেনি। শট খেলতে গিয়ে আউট হওয়ার ভয় থাকে। কোনও ব্যাটারের মধ্যে তীব্রতা দেখা যায়নি।”

Advertisement

[আরও পড়ুন:‘তোমার বাবার কাছ থেকে শেখোনি?’ সানির প্রশ্নে দারুণ জবাব মার্শের]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement