হাসি মুখে ভারতকে চ্যালেঞ্জ জানালেন প্যাট কামিন্স। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট পণ্ডিতদের দাবি চিপকের বাইশ গজে তিন স্পিনারকে নামিয়ে দিলেই জয় সম্ভব। টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) তিন সেরা স্পিনারকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন। তবে চিপকের লাল মাটির ঘূর্ণি পিচকে একেবারেই পাত্তা দিচ্ছেন না প্যাট কামিন্স (Pat Cummins)। বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করার আগে ভারতকে হুঙ্কার দিলেন অস্ট্রেলিয়ার (Australia) অধিনায়ক। কিন্তু কেন এত বড় মন্তব্য করছেন তারকা জোরে বোলার? এমন আত্মবিশ্বাসী মন্তব্যের নেপথ্যে রয়েছে আইপিএল (IPL)।
কামিন্স সাংবাদিক বৈঠকে সটান বলে দেন, “গত কয়েক বছর ভারতের মাটিতে অনেক ম্যাচ খেলেছি। শুধু অস্ট্রেলিয়ার জন্য নয়, আইপিএল-এও আমাদের দলের একাধিক ক্রিকেটার খেলেছে। গত ১০ বছরে দেশের মাটিতে আমি যত সাদা বলের ক্রিকেট খেলেছি, এর চেয়ে অনেক বেশি ক্রিকেট ভারতে খেলেছি। শুধু আমি নই আমার দলের বাকিদের ক্ষেত্রেও সেই এক ব্যাপার খেটে যায়। এমনকি দলগত ভাবেই ভারতের মাটিতে এসে আমরা একদিনের ক্রিকেটে সাফল্য পেয়েছি। আর তাই ভারতের তিন স্পিনারকে ভয় পাচ্ছি না।”
তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। পাশাপাশি পেস বিভাগও শক্তিশালী। মহম্মদ শামি (Mohammed Shami), জশপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এরসঙ্গে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। বিশ্ব সেরা বোলিং লাইনআপ বিপক্ষে থাকলেও চিন্তিত নন কামিন্স।
তিনি ফের বলেন, “আমরা জানি ভারতের বোলিং বিশ্ব সেরা। চিপকের পিচে আমাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তবে সেটা ভেবে বসে থাকলে তো চলবে না। আমাদের কিছু পরিকল্পনা আছে। সেই অনুসারে খেললে জয় সম্ভব।”
পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ভারতের মাটিতে শেষ বার ১৯৮৭ সালে বিশ্বকাপ জিতেছিল অ্যালান বর্ডারের দল। এবার কি প্যাট কামিন্সের দল ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নজির গড়তে পারবেন? নাকি প্রথম ম্যাচেই বাজিমাত করবে ভারত? সেটা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.