ভারতকে ফের সাফল্য এনে দেওয়ার পর মহম্মদ সিরাজ। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট যেমন কেড়ে নেয়। তেমনই ফিরিয়ে দিতেও পারে। এশিয়া কাপের ফাইনালে (Asia Cup Final 2023) একক দক্ষতায় শ্রীলঙ্কাকে (Sri Lanka) শেষ করে দিয়েছিলেন। সেই সুবাদে নিজের কেরিয়ারের প্রথম বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) প্রতিটি ম্যাচেই চূড়ান্ত একাদশে ছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। যদিও অস্ট্রেলিয়া (Australia) ও আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। স্বভাবতই সমালোচনা চলছিল। এমনকি পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধেও শুরুতে মোটেও ভালো বোলিং করতে পারছিলেন না। তবে শেষ পর্যন্ত আবদুল্লা শফিক (Abdullah Shafique) ও বাবর আজমকে (Babar Azam) ফিরিয়ে পাক ব্যাটিংকে শেষ করে দিলেন। এর পরেই সাংবাদিক বৈঠকে এসে হুঙ্কার দিলেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ পেসার।
সিরাজ বলেন, “আপনারা যখন অফিস যান, রোজ একইরকম তো সময় কাটে না। কোনওদিন ভালো, আর কোনওদিন খারাপ সময় কাটে। তাই একদিন খারাপ খেলার মানে আমি খারাপ বোলার হয়ে যাইনি। আমার নিজের উপর বিশ্বাস রয়েছে। নিজের বোলিংয়ে আস্থা রয়েছে। আমার এক নম্বর বোলার হওয়ার ক্ষমতা রয়েছে। খারাপ খেললেও নিজেকে সামলে নিয়েছি। তার ফলও পেয়েছি।”
এর পর সিরাজকে প্রশ্ন করা হয় তিনি কী বিশ্বকাপে খেলার কথা ভেবেছিলেন? তাতে সিরাজের উত্তর, “সত্যি বলতে কী আমি স্বপ্নেও ভাবিনি বিশ্বকাপে খেলব। এবং ভারত-পাক ম্যাচে খেলব সেটাও ভাবিনি। কিন্তু আমি এখন বিশ্বকাপে খেলছি। ভারত-পাক ম্যাচও খেলেছি। এটা আমার জন্য একটা বড় প্রাপ্তি। ভারত-পাকিস্তান ম্য়াচ কতটা উত্তেজক আমরা সকলেই জানি। আমি এ বার সেই ম্যাচের অভিজ্ঞতাও অর্জন করেছি।”
আগামী ১৯ অক্টোবর ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। পুণের বাইশ গজে খেলতে নামবে দুই দল। শাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের বিরুদ্ধেও সিরাজ দাপট দেখাতে পারবেন? সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.