Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বল হাতে আগুনে পারফরম্যান্সের পর সাংবাদিক বৈঠকেও গনগনে মেজাজে শামি, দেখুন ভাইরাল ভিডিও

দাপট দেখালেন মহম্মদ শামি।

ICC ODI World Cup 2023: Mohammed Shami schools reporter in press conference, video gone viral। Sangbad Pratidin

পাঁচ উইকেট নিয়ে এভাবেই সেলিব্রেশন করেছিলেন মহম্মদ শামি। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 26, 2023 4:21 pm
  • Updated:October 26, 2023 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম কম্বিনেশন বড় বালাই। সেই এশিয়া কাপ (Asia Cup 2023) থেকে প্রথম একাদশে নিয়মিত জায়গা করে নিতে পারছিলেন না মহম্মদ শামি (Mohammed Shami)। মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) সুযোগ দিতে গিয়ে ‘সহেসপুর এক্সপ্রেস’-কে দলের বাইরে রাখতে বাধ্য হচ্ছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তবে সেইজন্য ভেঙে পড়েননি টিম ইন্ডিয়ার (Team India) তারকা জোরে বোলার। আর তাই তো চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) কামব্যাক ম্যাচে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে নিয়েছিলেন ৫৪ রানে ৫ উইকেট। বাইশ গজে আগুন ঝরানোর পর সাংবাদিক বৈঠকেও তাঁকে গনগনে মেজাজে পাওয়া গিয়েছিল। সোশাল মিডিয়ার যুগে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।

কিউইদের বিরুদ্ধে ৪ উইকেটে জেতার পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন শামি। সেখানে এক সাংবাদিক শামিকে একাধিক প্রশ্ন করেন, এর উত্তর এক লাইনেই দিতে থাকেন শামি।

Advertisement

দেখে নেওয়া যাক শামি ও সেই সাংবাদিকের কথোপকথন…

প্রশ্ন – পাঁচ উইকেটের বিষয়ে কিছু বলুন শামি।
শামি – হ্যাঁ, এই নিয়ে আমাকে প্রশ্ন করুন।

[আরও পড়ুন: ‘নিজেরা ভুল না করলে বিরাট-রোহিতদের হাতেই বিশ্বকাপ দেখছি’, শোয়েবের ভবিষ্যদ্বাণী]

 

প্রশ্ন – আপনি কেবল সিম বোলিংই করছিলেন, সেই ব্যাপারে কিছু বলবেন?
শামি – পাজি, আমি আরও অনেক কিছু জানি।

প্রশ্ন – ফার্গুসন, বোল্ট, হেনরির এই আক্রমণকে সেরা পেস বলে ধারণা করা হচ্ছে।
শামি – আপনি ফলাফল দেখতে পাচ্ছেন, কাদের পেস আক্রমণ ভালো।

প্রশ্ন – নিউজিল্যান্ড যখন বল করছিল তখন কুয়াশা চলে এসেছিল, এটি কি ভারতকে সুবিধা দিয়েছে?
শামি – দেখুন, যখন আপনি জেতেন, মানুষ এভাবেই বলবে। কিন্তু হারলে নিজেদের মানসিকতা বদলে ফেলেন।

শামির জবাব এই মুহূর্তে ভাইরাল। মাঠে নিজেকে মেলে ধরার পর এবার সাংবাদিক বৈঠকেও তাঁকে আগুনে মেজাজে দেখা গিয়েছিল। আগামী ২৯ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে ভারত। শামি কি সেই ম্যাচেও সুযোগ পাবেন নাকি লখনউয়ের একানা স্টেডিয়ামে রোহিত তিন স্পিনারকে নিয়ে মাঠে নামবেন? সেটাই এখন আলোচনার বিষয়।

[আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কীভাবে সতীর্থদের উদ্বুদ্ধ করছেন রোহিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement