Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘শামির ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়া!’ মেগা ফাইনালের আগে স্বীকার করে নিলেন প্যাট কামিন্স

শামি আতঙ্কে ভুগছে অজি শিবির।

ICC ODI World Cup 2023: Mohammed Shami is going to be one of the main threats, says Pat Cummins। Sangbad Pratidin

শামির আগুনে গতিকেই ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 18, 2023 4:41 pm
  • Updated:November 18, 2023 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) টিম ইন্ডিয়ার (Team India) ভারতের জয়রথ কি থামিয়ে দিতে পারবে অস্ট্রেলিয়া (Australia)? বিশ্বকাপের সবচেয়ে সফল দল পাঁচবারের জয়ী অস্ট্রেলিয়া। তবে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল, এবার দুরন্ত ফর্মে রয়েছে। বিশেষ করে মহম্মদ শামির (Mohammed Shami)পারফরম্যান্স দেখার মতো। তাঁর আগুনে পেসের দাপটে বিপক্ষের ব্যাটাররা কাঁপছে। সেটা মেগা ফাইনালের আগে স্বীকার করে নিলেন প্যাট কামিন্স (Pat Cummins)।

ফাইনালের বল মাঠে পড়ার আগে শনিবার সাংবাদিক বৈঠকে এসেছিলেন প্যাট কামিন্স। তাঁকে শামির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে কামিন্স অকপটে বলে দিলেন, “ভারতের সব ক্রিকেটাররা প্রতি বিভাগেই দুরন্ত পারফর্ম করছে। কিন্তু একজনের নাম বিশেষ করে বলতেই হয়। মহম্মদ শামি। টুর্নামেন্টের প্রথম থেকে ও খেলেনি। কিন্তু দারুণ পারফর্ম করছে। মহম্মদ শামি বিশ্বমানের বোলার। তাই ও অজি টিমের কাছে বড় চ্যালেঞ্জ। ফর্মে থাকা শামিকেই আমরা ভয় পাচ্ছি। সেটা মেনে নিতে কোনও অসুবিধা নেই।”

Advertisement

[আরও পড়ুন: ‘মিস্টার সাবস্টিটিউট’ থেকে বিপক্ষ ব্যাটারদের যম! শামির উত্থানের নেপথ্য নায়ক কে?]

শামিই অস্ট্রেলিয়ার বড় চ্যালেঞ্জ বলার পাশাপাশি কামিন্স অবশ্য বলেছেন, “অজি টিমের ব্যাটাররা শামির বিরুদ্ধেও অনেক ম্যাচ খেলেছে। ফলে ওরা কিন্তু এই বোলারদের উপর চাপ তৈরি করতেই পারে।” শামি ছাড়া আর কোনও ক্রিকেটার কি ভাবাচ্ছে ক্যাঙ্গারুদের? কামিন্সের কথায়, “পুরো টিমটাই অসাধারণ। ওরা ৫ বোলারকে প্রতি ম্যাচেই ১০ ওভার বল করাচ্ছে। ওদের স্পিনাররা মাঝের ওভারগুলোয় ভালো পারফর্ম করছে। কুলদীপ ও জাদেজা অসাধারণ জায়গায় দলকে পৌঁছে দিচ্ছে। ভারতের প্রতি ম্যাচেই বোলারদের দাপট দেখা গিয়েছে।”

কাপযুদ্ধের শুরুতে তাঁর জায়গা হত ভারতীয় দলের ড্রেসিংরুম। অথচ সেই শামির আগুনে পেসের দাপটেই ফাইনালে চলে গিয়েছে টিম ইন্ডিয়া। ছ’টি ম্যাচ খেলে তিনটিতেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এই জোরে বোলার। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৭ রানে ৭ উইকেট তুলে নেওয়ার সুবাদে এবারের কাপ যুদ্ধে তাঁর ঝুলিতে চলে এল ৬ ম্যাচে ২৩ উইকেট।

প্রথম সেমিফাইনালে ৫৭ রানে ৭ উইকেট নেওয়ার সুবাদে, শামি আরও একটি রেকর্ড গড়েছেন। তিনি হলেন প্রথম ভারতীয় পেসার যিনি বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক উইকেট নিলেন। মাত্র ১৭টি ম্যাচে মোট ৫৪ উইকেট নিয়ে পিছনে ফেলে দিলেন জাহির খান, জভাগল শ্রীনাথ, জশপ্রীত বুমরাহ, অনিল কুম্বলের মতো বোলারদের। নিজের ইচ্ছাশাক্তি এবং লড়াকু মানসিকতার উপর ভর করে এগিয়ে যাচ্ছেন ‘সহেসপুর এক্সপ্রেস’।

[আরও পড়ুন: রোহিত-বিরাট নন, টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এই তারকাকে এগিয়ে রাখছেন যুবি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement