Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: উইকেট নিয়ে ‘টাক’ কেন দেখালেন শামি? গিল দিলেন ব্যাখ্যা

দলেরই এক সদস্যের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন শামি। কে তিনি?

ICC ODI World Cup 2023: Mohammed Shami celebrated by rubbing the ball on his head in a circular motion । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 3, 2023 2:03 pm
  • Updated:November 3, 2023 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ শামিকে (Mohammed Shami) আলোচনা সর্বত্র। চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) বল হাতে দুরন্ত পারফরম্যান্স করছেন তিনি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পরে শামিকে বল হাতে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে দেখা যায় শামিকে।
বলটি নিয়ে মাথায় ঘষছিলেন তিনি। শামির এহেন উদযাপন দেখে অনেকেই বিস্মিত হয়ে যান। শামি-সহ ভারতের তারকা ক্রিকেটাররা সেই দৃশ্য দেখে হাসতে থাকেন।

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ক্লান্তি নাকি প্রার্থনা! কেন বসলেন শামি? সোশাল মিডিয়ায় জোর বিতর্ক]

অনেকেই মনে করেছিলেন, শামি হয়তো পাগড়ি বা এরকমই কিছু ইঙ্গিত করছেন। কিন্তু শুভমান গিল পরে জানান, বৃত্তাকারে বল ঘুরিয়ে শামি আসলে পরশ মাম্বরেকেই কিছু বলতে চেয়েছিলেন। এই অদ্ভুত উদযাপনের কারণ কী? পরশ মাম্বরের মাথায় চুল নেই বললেই চলে। শামি আসলে ওরকম ভঙ্গি করে মাম্বরের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন।
চলতি বিশ্বকাপের প্রথম থেকে খেলেননি শামি। হার্দিক পাণ্ডিয়া চোট পাওয়ার পরই দলে নিয়মিত হন তিনি। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন শামি। আর এই তিনটি ম্যাচে নিজের জাতের পরিচয় দিয়েছেন শামি। তিন ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৪। দারুণ ছন্দে রয়েছেন ভারতের তারকা পেসার। আগামী ম্যাচগুলোয় শামি কী করেন, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

[আরও পড়ুন: ICC World Cup 2023: শর্ট বলের বিরুদ্ধে দুর্বল? প্রশ্ন শুনেই মেজাজ হারালেন শ্রেয়স]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement