ফের একবার বিতর্কে জড়ালেন বাবরদের ডিরেক্টর অফ ক্রিকেট।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক আশা নিয়ে সাত বছর পর ভারতে (India) পা রেখেছে পাকিস্তান (Pakistan)। তবে পারফরম্যান্স মোটেও ভালো নয়। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে পর্যন্ত বাবর আজমদের (Babar Azam) ঝুলিতে এসেছিল সাত ম্যাচে মাত্র তিনটি জয়। ক্রিকেটারদের ফিটনেস থেকে বাবরের অধিনায়কত্ব নিয়ে উঠে গিয়েছে। এমন পরিস্থিতিতে পাকি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে ফের নিজেকে নতুন বিতর্কে জড়ালেন দলের ডিরেক্টর মিকি আর্থার (Mickey Arthur)। মিকির লোক হাসানো সাফাই, অতিরিক্ত নিরাত্তার কারণেই নাকি ভালো পারফর্ম করতে পারছেন না শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afrdi)-হ্যারিস রউফরা (Haris Rauf)!
ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই মিকি আর্থার বলেন, “ভারতে অতিরিক্ত নিরাপত্তার মধ্যে থাকা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। সত্যি বলতে, আমার নিজের জন্যও একটা দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক দেশে লকডাউনের সময় যেমন ঘরবন্দি থাকতে হয়েছিল এখানে আমাদের অবস্থাটা ঠিক তেমন। হোটেলের বারান্দা ছাড়া আর কোথাও যাওয়ার উপায় নেই।” তিনি আরও যোগ করেছেন, “পাক ক্রিকেটাররা খোলামেলা পরিবেশে থাকতে অভ্যস্থ। এখানের পরিবেশ একেবারেই তেমন নয়। ২৪ ঘণ্টা নজরদারির মধ্যে থাকতে হচ্ছে। হোটেলের মধ্যে যতই মনোরঞ্জনের ব্যবস্থা করা হোক, বাইরে না যেতে পারলে কীভাবে থাকবে তাঁরা? আমরা নিজেদের মধ্যে হাসি-ঠাট্ট করে একে অপরকে ভালো রাখার চেষ্টা করছি।”
এর আগে গত ১৪ অক্টোবর ভারতের কাছে লজ্জাজনক হারের পর এমনই আলটপকা মন্তব্য করেছিলেন মিকি আর্থার। সেই সময় তিনি বলেছিলেন, “আমি পাকিস্তানের নামে কিছু শুনেছি এটা বললে মিথ্যা বলা হবে। দেখে মনেই হয়নি আইসিসি-র প্রতিযোগিতা হচ্ছে। মনে হচ্ছিল দ্বিপাক্ষিক সিরিজ় হচ্ছে। বিসিসিআই বোধহয় এই প্রতিযোগিতার আয়োজক। কখনও মাইক্রোফোনে ‘দিল দিল পাকিস্তান’ শুনিনি।”
তাঁর সেই বক্তব্য ভাইরাল হওয়ার পরেই প্রতিবাদ জানিয়েছিল আইসিসি। এমনকি মিকি আর্থারের মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন একাধিক প্রাক্তন পাক ক্রিকেটার। তবে মিকি আর্থার নিজেকে শুধরে নিতে পারলেন না। ফের লোক হাসিয়ে প্রচারে আসতে চাইলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.