পেস বোলারদের দরাজ সার্টিফিকেট দিলেন শ্রেয়স আইয়ার। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৫৭ রান চেজ করতে গিয়ে শ্রীলঙ্কা (Sri Lanka) শেষ মাত্র ৫৫ রানে। মূলত তিন পেসারের জন্যই চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ৩০২ রানে বড় জয় পেল টিম ইন্ডিয়া (Team India)। তবে শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধে নয়, এবারের কাপ যুদ্ধে সব বিপক্ষের বিরুদ্ধেই আগ্রাসী মেজাজ দেখাচ্ছেন ভারতের পেস বোলাররা। আর তাই এবার তিন পেসার মহম্মদ শামি (Mohammed Shami), জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ও মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) সার্টিফিকেট দিয়ে বড় কথা বলে দিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।
ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫৬ বলে ৮২ রান করেছিলেন শ্রেয়স। এই মুম্বইকরের ইনিংস ৩টি চার ও ৬টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এহেন শ্রেয়স বলছিলেন, “শুধু এই ম্যাচে বোলারদের পারফরম্যান্স নিয়ে আলোচনা করা উচিত হবে না। প্রতি ম্যাচেই তো আমাদের পেস বোলাররা পারফর্ম করছে। বাকিদের কথা বলতে পারব না, তবে ম্যাচে আমাকে ওদের বিরুদ্ধে ম্যাচে খেলতে হয় না। তাই নিজেকে ভাগ্যবান বলে মনে করি। তবে নেটে এই তিন পেসারের বিরুদ্ধে নিয়িমিত খেলতে হয়। সেইজন্য নিজেদের আরও ভালোভাবে তৈরি করতে পারি।”
শ্রেয়স ফের যোগ করেছেন, “এশিয়া কাপের ফাইনাল থেকে আমাদের পেস বোলারদের আরও খুনে মেজাজে দেখা যাচ্ছে। এশিয়া কাপের ফাইনাল আমি মাঠের বাইরে থেকে দেখেছিলাম। তবে এবার ওদের সঙ্গে খেলছি। এই পেসারদের সামনে থেকে দেখার অভিজ্ঞতা একেবারেই আলাদা। যেভাবে ওরা প্রতি ম্যাচে জ্বলে উঠছে সেটা তারিফ করার মতো।”
শ্রেয়স নিজেকে ভাগ্যবান বলে মনে করলেও, বিপক্ষ দলগুলোর ব্যাটাররা কিন্তু স্বস্তি পাচ্ছেন না। পরিসংখ্যান দেখলেই সেটা স্পষ্ট হয়ে যাবে। বুমরাহ এখনও পর্যন্ত ৭ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। ৩৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা পারফরম্যান্স আফগানিস্তানের বিরুদ্ধে। বুমরাহের মতো শামিও সফল। মাত্র ৩ ম্যাচেই নিয়ে ফেলেছেন ১৪ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন ‘সহেসপুর এক্সপ্রেস’। এমনকি গত কয়েক ম্যাচে ছন্দ না খুঁজে পেলেও, সিরাজ গত ম্যাচে ফর্মে ফিরেছেন। নিয়েছেন ৭ ম্যাচে ৯ উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট। এখনও পর্যন্ত এই প্রতিযোগিতায় এটাই সিরাজের সেরা পারফরম্যান্স।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.