ইজরায়েলের সমর্থনে প্ল্যাকার্ড হাতে এক ক্রিকেটপ্রেমী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যালেস্টাইনকে (Palestine) সমর্থন করে শুরুটা করেছিলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। এবার তাঁকে পালটা দিলেন ভারতের (India) এক ক্রিকেটপ্রেমী। আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ চলার সময় এক ব্যক্তি নজর কেড়েছেন। তাঁর হাতে ধরা এক পোস্টার। তবে এই পোস্টারের সঙ্গে খেলার কোনও সম্পর্কই নেই। রয়েছে ভারত-ইজরায়েলের সম্পর্ক। যে ব্যক্তি ওই প্ল্যাকার্ড ধরেছিলেন, তাঁর ছেলেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ফলো করলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুধু তাই নয়, ওই ব্যক্তির প্ল্যাকার্ডের ছবি রিটুইট করে ধন্যবাদ জানিয়েছে ইজরায়েল (Israel)।
‘মাদার অফ অল ব্যাটল’ দেখতে আসা সেই ক্রিকেটপ্রেমীর পোস্টারে লেখা ছিল ‘ইন্ডিয়া স্ট্যান্ডস উইথ ইজরায়েল। ইন ওয়ার এগেইনস্ট টেরোরিজম।’ বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইজরায়েলের সঙ্গেই রয়েছে ভারত’। এই ছবি নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার) শেয়ার করেছেন ভারতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত নাওর গিলন (Naor Gilon)। নাওর লিখেছেন আমরা খুশি যে, ‘ভারত-পাকিস্তান ম্য়াচে ভারত জিতেছে। পাকিস্তান তাদের জয়ের কৃতিত্ব হামাসের সন্ত্রাসবাদীদের দিতে পারেনি। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন পোস্টার দেখিয়ে, ভারতীয় বন্ধুরা যেভাবে ইজরায়েলের সঙ্গে তাঁদের একাত্মতা দেখিয়েছে, সেটা মুগ্ধ করার মতো।’
That’s my Daddy…
Proud of you Daddy…
India stands strong with Israel in Fight against terrorism…#INDvsPAK #Ahmedabad pic.twitter.com/9SMDMtz1Ll
— Harshal Purohit (@iPurohitHarshal) October 14, 2023
সেই ব্যক্তির হাতে ছিল একটি প্ল্যাকার্ড। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ের (Benjamin Netanyahu) কোলাকুলি এবং হাতে-হাতে ধরে থাকার ছবি ছিল। তাতে লেখা ছিল, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের সঙ্গে দাঁড়িয়ে আছে ভারত।’ সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ছবি টুইট করে হার্ষাল পুরোহিত নামে সিনেমার পরিচালক বলেন, ‘উনি আমার বাবা। আমি গর্বিত বাবা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের সঙ্গে দাঁড়িয়ে আছে ভারত।’ যে ব্যক্তিকে ‘এক্স’-এ ফলো করেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাও।
हमें खुशी है कि #CWC23 में #INDvPAK मैच में #भारत 🇮🇳 विजयी हुआ और पाकिस्तान अपनी जीत हमास के आतंकवादियों को समर्पित नहीं कर पाया।
हम हमारे भारतीय मित्रों द्वारा मैच के दौरान पोस्टर दिखाकर कर इज़राइल 🇮🇱 के साथ अपनी एकजुटता दिखाने से हम बेहद भाव विभोर हैं। 🙏
We are happy that… pic.twitter.com/fIDY4Ap7aJ
— Naor Gilon (@NaorGilon) October 14, 2023
eএক প্যালেস্টাইন-ইজরায়েলের মধ্যে বিবাদ বহু কালের। তবে সম্প্রতি দু’দেশের মধ্যে নতুন করে উত্তেজনা মাথা চাড়া দিয়েছে। প্যালেস্টাইনের সশস্ত্র বাহিনী হামাসই প্রথম আঘাত হানে ইজরায়েলের উপর। সেই যুদ্ধ থামার কোনও নামই নেই। হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে। স্পষ্টভাবে মোদী জানিয়ে দিয়েছেন যে, ভারত দৃঢ়ভাবে ইজরায়েলের পাশে রয়েছে এই মুহূর্তে। এবার সেটা স্পষ্ট করে দিলেন এক ক্রিকেট সমর্থক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.