Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বোলিংয়ের সঙ্গে অনলাইন ফুড ডেলিভারিতেও ঝড় তুলছেন কুলদীপ!

ফের ব্যাটারদের চাপে রাখতে মরিয়া কুলদীপ।

ICC ODI World Cup 2023: Kuldeep Yadav gives funny response to comment on online delivery: Kya order kia tha bhai?। Sangbad Pratidin

অনুশীলনে খোশমেজাজে রয়েছেন কুলদীপ যাদব। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 14, 2023 6:06 pm
  • Updated:November 14, 2023 6:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) টিম ইন্ডিয়ার (Team India) দারুণ ছন্দে রয়েছে। নিজেও ফর্মের তুঙ্গে রয়েছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। কিন্তু নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে সেমিফাইনালের আগে, খোদ কুলদীপ ট্রোল হবেন সেটা কে জানত! যদিও গোটা ব্যাপারটা ঘটেছে একেবারে মজার ছলে।

হর্ষ নামের এক অনুরাগী মজার স্ক্রিনশট শেয়ার করেছিলেন তাঁর X অ্যাকাউন্টে। সেখানে দেখা যাচ্ছে যে, তিনি ফুড ডেলিভারি অ্যাপে কিছু অর্ডার করেছিলেন। তাঁর অর্ডার ডেলিভারি করছে কুলদীপ যাদব নামেই এক ব্য়ক্তি।

Advertisement

[আরও পড়ুন: সেমিফাইনালে উলটে চাপে থাকবে রোহিতের ভারত! ‘মাইন্ড গেম’ শুরু করে দিলেন কেন উইলিয়ামসনের প্রাক্তন তারকা সতীর্থ]

 

তিনি তাঁর পোস্টে কুলদীপকে ট্যাগ করে লেখেন, ‘আচ্ছা কুলদীপ ভাই আপনি পিচের বাইরেও ডেলিভারি করছেন?’ কুলদীপও থেমে থাকেননি। তিনি সেই পোস্ট তুলে লেখেন, ‘কী অর্ডার করেছিলেন ভাই?’ কুলদীপের রসবোধ ও স্পোর্টস ম্য়ান স্পিরিট দেখে মোহিত হয়েছেন ফ্য়ানরা।

এবারের কাপ যুদ্ধে প্রায় প্রতি ম্যাচেই পারফর্ম করছেন কুলদীপ। ৯ ম্যাচে তাঁর মোট উইকেট ১৪। সেরা পারফরম্যান্স প্রোটিয়াদের বিরুদ্ধে। গত ম্যাচে মাত্র ৭ রানে ২ উইকেট পেয়েছিলেন বাঁহাতি স্পিনার। এহেন কুলদীপ সেমিফাইনালে বিপক্ষের ব্যাটারদের উইকেট তুলে নিতে মুখিয়ে আছেন।

[আরও পড়ুন: সেমিফাইনালের আগে বিরাটের সমর্থনে এগিয়ে এলেন থমাস মুলার, দেখুন ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement