Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: দুরন্ত মেজাজে ইমামের ক্যাচ ধরে সেরা ফিল্ডার হলেন লোকেশ রাহুল, দেখুন মজার ভিডিও

ফের নজর কাড়লেন লোকেশ রাহুল।

ICC ODI World Cup 2023: KL Rahul chosen as best fielder of the match after Team India win over Pakistan by 7 wickets। Sangbad Pratidin

সেরা ফিল্ডারের তকমা পেয়ে অবাক হয়ে যান লোকেশ রাহুল।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 15, 2023 4:45 pm
  • Updated:October 15, 2023 4:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা মারাত্মক চোট মানুষের জীবনকে শেষ করে দেয়। কেরিয়ারের বারোটা বেজে যেতে পারে। আবার কারও কারও ক্ষেত্রে চোটের জন্য মাঠের বাইরে থাকা যেন শাপে বর হয়ে দাঁড়ায়। লোকেশ রাহুলের (KL Rahul) ক্ষেত্রে তো সেটাই হল। চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন। মেরেছিলেন ৮টি চার ও ২টি ছক্কা। স্ট্রাইক রেট ৮৪.৩৪। আর এবার পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে তাঁর উইকেটকিপার হিসাবে স্কিল দেখালেন। ইমাম-উল-হকের (Imam-Ul-Haq) ক্যাচ উড়ে গিয়ে ধরে ‘সেরা ফিল্ডার’-এর তকমা পেলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা। সেই মজার ভিডিও সোশাল মিডিয়াতে আপলোড করেছে বিসিসিআই (BCCI)।

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পরই উল্লাসে মেতে উঠেছিল ভারতীয় দল। গোটা স্টেডিয়াম জুড়ে ছিল বিজয়োল্লাস। সেই খুশির জোয়ারেই গা ভাসিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরা (Virat Kohli)। পাকিস্তানকে হারানোর আবেগটা যে সকলের কাছেই অন্যতম তা বলার অপেক্ষা রাখে না। সেই ছবিটা ভারতীয় দলের অন্দরমহলেও বেশ স্পষ্টভাবেই বোঝা গেল।

Advertisement

[আরও পড়ুন: ইজরায়েলের সমর্থনে প্ল্যাকার্ড হাতে ব্যক্তি, ছেলেকে ফলো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি]

 

ম্যাচ শেষ হওয়ার পরই ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে লোকেশ রাহুলের হাতে ওঠে বিশেষ মেডেল। এই ম্যাচের সেরা ফিল্ডার হিসাবই তাঁকে বেছে নিলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। তিনি বলেন, ‘এই গরমে আবার আমরা দুপুরে ফিল্ডিং করেছি। জাদেজা, শ্রেয়স, সিরাজ, কুলদীপ, শার্দুল, জশপ্রীতদের কথা আলাদাভাবে বলতেই হবে।’ এর পর তিনি যোগ করেছেন, ‘আমরা সাধারণত উইকেটকিপিং ব্যাপারটা এড়িয়ে যাই। আমরা ভেবে নিই যে এই কাজটা ঠিকভাবেই করা হবে। কিন্তু থ্রোয়ের বল ধরতে স্টাম্পের কাছে চলে আসা, লেগসাইডের স্টাম্পিং করা, এবং ক্যাচ ধরা – সেগুলি মোটেও সহজ নয়। সার্বিকভাবে কেএল দারুণ উইকেটকিপিং করেছে। ওয়েল ডান। সেইজন্য ওকে আমরা এই ম্যাচের সেরা ফিল্ডার হিসাবে বেছে নিলাম।’

ফিট হয়ে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে কামব্যাক করেছিলেন। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ১০৬ বলে ১১১ রানে অপরাজিত থেকে নীরবে দিয়েছিলেন স্টেটমেন্ট। এর পর থেকে নিন্দুকদের প্রতি ম্যাচেই জবাব দিচ্ছেন। শেষ ১১ ম্যাচের ৮ ইনিংসে তাঁর রান ১১১*, ৩৯, ১৯, ৫৮*, ৫২, ২৬, ৯৭*। আর এবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ১৯ রানে অপরাজিত থাকার সঙ্গে ইমামের দুরন্ত মেজাজে ক্যাচ ধরেছেন। কাপ যুদ্ধের বাকি ম্যাচগুলোতে লোকেশ রাহুল তাঁর পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: প্যাড পরে অ্যাঙ্কারের ভূমিকায় হার্দিক! ভিডিওতে দেখে নিন টিম ইন্ডিয়ার অন্দরমহল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement