বিশ্বকাপ খেলতে ভারতে আসছেন কেন উইলিয়ামসন। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগে পর্যন্ত সবাই ধরেই নিয়েছিলেন তাঁর পক্ষে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলা সম্ভব নয়। কিন্তু সেই কেন উইলিয়ামসনকে (Kane Williamson) অধিনায়ক হিসেবে নির্বাচিত করে বিশ্বকাপের আগে গোটা দুনিয়াকে চমকে দিল নিউজিল্যান্ড (New Zealand)। একইসঙ্গে পেস বোলিং বিভাগকে আরও শক্তিশালী করার জন্য টিম সাউদি-কেও (Tim Southee) দলে ফেরানো হয়েছে।
দুই তারকা ক্রিকেটার চোটের জন্য ভুগছিলেন দীর্ঘদিন ধরে। তবে কেন উইলিয়ামসন ও টিম সাউদির সুস্থ হয়ে ওঠার খবর আগেই মিলেছিল। এছাড়া দলে মার্ক চাপম্যান এবং রচিন রবীন্দ্রকেও দলে রাখা হয়েছে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্থাৎ ৫ অক্টোবর মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড।
Our 15 for the @cricketworldcup in India! More | https://t.co/D2jqxQxWeE #BACKTHEBLACKCAPS pic.twitter.com/wIlzA5N3qU
— BLACKCAPS (@BLACKCAPS) September 10, 2023
তবে কিউয়ি বাহিনী কবে নাগাদ ভারতে আসছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও দল গঠন নিয়ে বেশ আশাবাদী নিউজিল্যান্ড দলের কোচ গ্রে স্টিড। তিনি জানিয়েছেন, “যে কোনও টুর্নামেন্টই আমাদের কাছে সমান গুরুত্বের। বিশেষ করে সেটা যদি বিশ্বকাপ হয়, তাহলে এর চেয়ে স্পেশাল আর কিছু হতে পারে না। যে ১৫ জন বিশ্বকাপে সুযোগ পেয়েছে, তাদের প্রত্যেককেই আমি অভিনন্দন জানাতে চাই। সেই সঙ্গে আমি বলব, তোমাদের কাছে এটা বেশ সম্মানের। কারণ তোমরা দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করছ।”
কীভাবে চোট সারিয়ে ফিরলেন কেন উইলিয়ামসন ও টিম সাউদি? কিউয়ি কোচের দাবি, “ওরা আমাদের দলে লেজেন্ড। দু’জন চতুর্থবারের জন্য বিশ্বকাপ খেলতে নামছে। আমি কোচ হওয়ার পর এই প্রথমবার তাদের বিশ্বকাপ দলে নিলাম। এটা আমার কাছেও খুবই গর্বের এক মুহূর্ত। এই দল গঠনের জন্য আমাকে বেশ কিছুটা কঠিন সিদ্ধান্তে আসতে হয়েছে।”
নিউজিল্যান্ডের ১৫ জনের দল:
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম (সহ অধিনায়ক/উইকেটকিপার), ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি এবং উইল ইয়ং।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.