Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: শতরান হাতছাড়া হলেও বিশ্বকাপের মঞ্চে কোন বিরল রেকর্ড গড়লেন কেন উইলিয়ামসন?

দলের স্বার্থে নিজেকে উজাড় করে দিলেন কেন উইলিয়ামসন।

ICC ODI World Cup 2023: Kane Williamson becomes New Zealand’s all time leading run scorer in World Cup। Sangbad Pratidin

ফের মাঠে নেমে পারফর্ম করলেন কেন উইলিয়ামসন। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 4, 2023 3:46 pm
  • Updated:November 4, 2023 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনের ক্রিকেটে ১৪তম শতরান অল্পের জন্য হাতাছাড়া করলেন। তবে তাতে কি! কেন উইলিয়ামসনকে (Kane Williamson) রেকর্ড গড়তে কেউ আটকাতে পারল না। শনিবার অর্থাৎ ৪ নভেম্বর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ৯৫ রান করেই বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে নিউজিল্যান্ডের (New Zealand) সর্বাধিক স্কোরারের জায়গায় নাম লিখিয়ে নিলেন দলের অধিনায়ক। পিছনে ফেলে দিলেন প্রাক্তন কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংকে (Stephen Fleming)।

হাঁটুর সঙ্গে এবার আঙুলেও চোট পেয়েছিলেন। সেইজন্য চলতি কাপে যুদ্ধে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলতে পেরেছেন কেন উইলিয়ামসন। গত ১৩ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ১০৭ রানে ৭৮ রানে আহত অবসৃত হন তিনি। আর এবার ২২ দিনের মাথায় মাঠে নেমে শাহিন শাহ আফ্রিদি-হ্যারিস রউফদের বিরুদ্ধে তাঁর করলেন ৭৯ বলে ৯৫ রান। তাঁর এই মারকুটে ইনিংস ১০টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল।

Advertisement

[আরও পড়ুন: তিনটি শতরানের সঙ্গে কোন একাধিক রেকর্ড গড়লেন রাচীন রবীন্দ্র?]

এর আগে কিউইদের হয়ে কাপ যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছিলেন প্রাক্তন অধিনায়ক ফ্লেমিং। ৩৩ ম্যাচে তাঁর রান ছিল ১০৭৫। গড় ৩৫.৮৩। স্ট্রাইক রেট ৭৬.৮৯। সঙ্গে রয়েছে দুটি শতরান ও পাঁচটি অর্ধশতরান। এদিকে এই মেগা ইভেন্টে এখনও পর্যন্ত ২৫ ম্যাচে ১০৮৪ রান করে ফেলেছেন কেন উইলিয়ামসন। গড় ৬৩.৭৬। স্ট্রাইক রেট ৮০.৩৫। সঙ্গে রয়েছে দুটি শতরান ও পাঁচটি অর্ধশতরান।

[আরও পড়ুন: শুভমানের গলা জড়িয়ে সারা! শচীনের ‘হবু জামাই’? ভাইরাল ছবির সত্যিটা জানুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement