Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ভারতের কোন মাঠকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিস্ফোরণ ঘটালেন জস বাটলার?

বড় বিতর্ক তৈরি করলেন জস বাটলার।

ICC ODI World Cup 2023: Jos Buttler slams ‘poor’ Dharamsala outfield ahead of Bangladesh clash। Sangbad Pratidin

হাসিমুখে কটাক্ষ করলেন জস বাটলার। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 9, 2023 4:58 pm
  • Updated:October 9, 2023 4:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৮ ঘন্টার জার্নি করে ভারতে (India) পা রেখেছিল ইংল্যান্ড (England)। এর পর চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের (New Zealand) কাছে ৯ উইকেটে হারের মুখ দেখেছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জস বাটলারদের (Jos Buttler) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার অর্থাৎ ১০ অক্টোবর বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামবে ইংল্যান্ড। সেই ম্যাচ খেলতে নামার আগে ধরমশালা স্টেডিয়ামের (Dharamsala Stadium) আউটফিল্ডকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বোমা ফাটালেন ইংল্যান্ডের অধিনায়ক। শৈল শহরের এই মাঠের আউটফিল্ডকে ‘পুওর’ বলে বিস্ফোরণ ঘটালেন তিনি। স্বভাবতই ইংল্যান্ড অধিনায়কের এমন বয়ানে যে বিসিসিআই (BCCI) ও ধরমশালা ক্রিকেট সংস্থার (Himachal Pradesh Cricket Association) আধিকারিকরা যে চাপে থাকবেন এটা আর বলার অপেক্ষা রাখে না।

সাকিব আল হাসানদের বিরুদ্ধে খেলতে নামার আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন বাটলার। সেখানে ধরমশালা স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে প্রশ্ন করা হলে তিনি সটান বলে দেন, “আমার মতে এই মাঠের আউটফিল্ড খুবই খারাপ। একেবারে ‘পুওর’। এবং সেটা নিয়ে আরও বেশি আলোচনা হওয়া উচিত। আমি তো আমার দলের সবাইকে সতর্ক করে দিয়েছি। বিশেষ করে যারা আউট ফিল্ডে থাকবে, তাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। খুব দরকার না হলে স্লাইডিং ডাইভ দেওয়ার কোনও দরকার নেই।”

Advertisement

[আরও পড়ুন: রশিদ খানদের বিরুদ্ধে নেই শুভমান, পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন?]

Dharamsala Stadium
আউটফিল্ড থেকে বেরিয়ে আসছে কাদা। বিতর্কে ধরমশালা স্টেডিয়াম। ছবি: টুইটার

এখানেই থেমে থাকেননি বাটলার। তিনি ফের যোগ করেন, “সবাই নিজের দলের জন্য রান বাঁচাতে চায়। কিন্তু এই মাঠের আউটফিল্ডের অবস্থা এতটাই খারাপ যে সেখানে ডাইভ দিলে চোট পাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। মাথায় রাখতে হবে এটা বিশ্বকাপ। অনেক লম্বা প্রতিযোগিতা। তাই সতীর্থদের নিয়ে ঝুঁকি নিতে রাজি নই।”

গত ৭ অক্টোবর ধরমশালা স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সেই ম্যাচে আফগান স্পিনার মুজিব-উর-রহমান আউটফিল্ডে ডাইভ দিতে গেলে কাদা অনেকটা ঘাস উঠে যায়। কাদা বেরিয়ে আসে। বড় চোট থেকে বেঁচে গিয়েছিলেন রশিদ খানের দলের ক্রিকেটার। সেই মুহূর্তের পর স্টেডিয়ামের জঘন্য আউটফিল্ড নিয়ে বিরক্ত প্রকাশ করেছিলেন আফগানদের হেড কোচ জনাথন ট্রট। আর এবার বাটলার প্রকাশ্যে ধরমশালা স্টেডিয়ামের আউটফিল্ড-কে ‘পুওর’ বলে কড়া সমালোচনা করলেন।

[আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে কি কমলা রঙের জার্সি পরে মাঠে নামবে রোহিতের টিম ইন্ডিয়া?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement