বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের ডুয়েল দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেমিফাইনাল বলে কথা। উত্তেজনায় ফুটছে গোটা দেশ। তবুও সবার মনে একটাই প্রশ্ন। কেমন থাকবে মুম্বইয়ের (Mumbai) আবহাওয়া? ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইশ গজে চার-ছক্কার বন্যা হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি ও মন্দ আবহাওয়ার জন্য বিরাট কোহলি (Virat Kohli) বনাম কেন উইলিয়ামসনের (Kane Williamson) ডুয়েল ভেস্তে যাবে না তো? জেনে নিন আবহাওয়ার আপডেট।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃষ্টি হবে না বলে বলে স্পষ্ট জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে অন্য একটি বিষয় ক্রিকেটার ও গ্যালারিতে থাকা সমর্থকদের চিন্তা বাড়াতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ নভেম্বর মুম্বইয়ে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সেই শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ হবে ঘণ্টায় ১৪ কিলোমিটার। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৪৪ শতাংশ আর্দ্রতা থাকায় বৃষ্টির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে রাতে শিশির পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে শেষ ১০-১৫ ওভারে দলের বোলিংয়ে সমস্যা হতে পারে। এটা স্পষ্ট যে প্রথমে বোল করলে ভারত কিছুটা সুবিধা পেতে পারে। তবে ভারত যদি টসে জিততে না পারে তবে রোহিত শর্মাদের সমস্যায় ফেলতে পারে ডিউ ফ্যাক্টর।
এদিকে এই মাঠটি বেশ ছোট, যার কারণে এখানে প্রচুর রান হয়। প্রথমে ব্যাট করা দলের এখানে গড় স্কোর ২৬১ রান। এই পিচে প্রথমে ব্যাট করা দল জিতেছে ১৪ টি ম্যাচ। অন্যদিকে প্রথমে বোলিং করা দলটি জিতেছে ১৩টি ম্যাচ। যদিও পিচের আর্দ্রতার কারণে পরে বোলিং করা কঠিন হয়ে পড়বে। আর তাই চলতি কাপযুদ্ধের প্রথম সেমিফাইনালে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.