ইরফান ও হরভজনের নাচের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে হার দিয়ে চলতি বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু করেছিল আফগানিস্তান (Afghanistan)। কিন্তু এর পর আফগানিস্তান এভাবে ঘুরে দাঁড়াবে সেটা কেন জানত! ইংল্যান্ড (England), পাকিস্তানকে (Pakistan) উড়িয়ে দেওয়ার পর এবার শ্রীলঙ্কাকেও (Sri Lanka) হারিয়ে দিলেন আজমতউল্লাহ ওমরজাইয় (Azmatullah Omarzai)-ফজলহক ফারুকিরা (Fazalhaq Farooqi)। আফগানরা জিততেই ফের একবার নাচলেন ইরফান পাঠান (Irfan Pathan)।
এর আগে পাকিস্তানকে হারানোর পরেই রশিদ খানদের (Rashid Khan) সঙ্গে মাঠে নেচেছিলেন ইরফান। সেইজন্য ভারতের প্রাক্তন বাঁহাতি জোরে বোলারকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। তবে সেই বিতর্ককে দূরে সরিয়ে এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে হসমতউল্লাহ শাহিদি (Hashmatullah Shahidi)-আজমতউল্লাহ ওমরজাইরা (Azmatullah Omarzai) জিততেই ফের স্টুডিও দেদার নাচলেন ইরফান। তবে একা নন। এবার তাঁর সঙ্গী হলেন হরভজন সিং (Harbhajan Singh)। নাচের সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
Afgan win and #irfan dance is must#AFGvsL #Afghanistan #CricketTwitter #Cricket #NoOilForIsrael #BabarAzamIsMyCaptian #dagestan #Gaza_Genicide pic.twitter.com/cqmuefStFq
— Professionalsportsfans (@PROFSPOFANS) October 30, 2023
বিশ্ব ক্রিকেটের তিনটি টেস্টে খেলিয়ে দলকে হারানোর পর, পুণের মাঠে সেলিব্রেশন করতে ব্যস্ত ছিলেন আফগান ক্রিকেটাররা। সেই মুহূর্তে ইরফান ও ভাজ্জিকে সেই সময়
কোমর দোলাতে দেখা গেল। আফগানদের কাছে পাক বধের পর দেদার নেচেছিলেন ইরফান। সেই সময় তাঁর প্রবল সমালোচনা করেছিলেন কামরন আকমল। তবে ইরফান ও ভাজ্জি সেই সব বিতর্ককে পাত্তাই দিলেন না।
আফগান ক্রিকেটারদের সঙ্গে ভারতের সম্পর্ক বরাবর ভালো। আফগানিস্তান ক্রিকেটের বিকাশে ভারতীয় ক্রিকেট বোর্ডের অবদান কম নয়। বলা ভালো, আফগানিস্তান ক্রিকেটের পাশে ছায়ার মতো থেকেছে বিসিসিসিআই। তাই আফগানিস্তানের সাফল্যে সামিল হতে দ্বিধাবোধ করেন না ভারতীয় তারকারাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.