মার্কাস স্টইনিস কি ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন? উঠছে প্রশ্ন। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শুরু হওয়ার আগে থেকেই অস্ট্রেলিয়া (Australia) শিবির চোট-আঘাতে জর্জরিত। আগেই বাঁহাতি অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগর (Aston Agar) চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। তাঁর জায়গায় এসেছিলেন মার্নাস লাবুশানে (Marnus Labuschagne)। আর এক তারকা ট্রাভিস হেড (Travis Head) অনেক আগে থেকেই চোটের তালিকায় নাম লিখিয়েছেন। এখন শোনা যাচ্ছে চোট পেয়েছেন আর এক অলরাউন্ডার মার্কাস স্টইনিস (Marcus Stoinis)। তাঁর চোট অজি শিবিরে বড় ধাক্কা। সেটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। আগামী ৮ অক্টোবর টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে চেন্নাইতে খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে নাকি প্যাট কামিন্সের (Pat Cummins) অন্যতম ম্যাচ উইনারের খেলার সম্ভাবনা খুবই কম।
সাংবাদিকদের অজিদের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, “মোহালিতে ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলার সময় স্টইনিসের টান ধরে। পরীক্ষা করা হয়। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। যদিও সেটা খুব গুরুতর নয়। রিহ্যাব চলছে। প্রথম ম্যাচে ওকে পাওয়া যাবে কিনা, নিশ্চিত নয়। তবে ও প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছে, সেটাও এখনই বলা যাচ্ছে না।”
মার্কাস স্টইনিস খেলতে না পারলে নিঃসন্দেহে অজি শিবিরে বড় ধাক্কা লাগবে। বোলিংয়ে যেমন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ শক্তি, তেমনই ব্যাটিংয়েও। তাঁর মতো অলরাউন্ডার যে কোনও দলেরই বড় সম্পদ।
তবে অজি কোচ তাঁর দলের অন্যতম সেরা ম্যাচ উইনারের চোট নিয়ে যাই বলে থাকুন, কাপ যুদ্ধের অভিযান শুরু হওয়ার আগে নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন স্টইনিস। তাই এমন বার্তা দিয়ে অজি শিবির রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিরুদ্ধে ‘মাইন্ড গেম’ শুরু করল কিনা, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.