সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে জরিমানা করা হল। মুম্বই থেকে পুণেতে জাতীয় দলে যোগ দেওয়ার সময়ে ২১৫ কিমি বেগে গাড়ি ছোটান রোহিত। একবার, দুবার নয়, তিন-তিনবার নির্দিষ্ট গতির থেকে বেশি গতি তোলেন। আর তার ফলেই জরিমানা ধার্য করা হয়েছে হিটম্যানকে।
ব্যাট হাতে নিমেষে গিয়ার পরিবর্তন করেন, ঠিক তেমনই স্টিয়ারিং হাতেও গতির ঝড়় তোলেন ভারত অধিনায়ক। বিশ্বকাপ চলাকালীন তাঁর এই বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে ছোটা ভালো চোখে দেখা হচ্ছে না। জরিমানা বাবদ কত টাকা রোহিতকে দিতে হয়েছে, তা অবশ্য অজ্ঞাত।
পুণে মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, ট্র্যাফিক বিভাগের এক কর্মী ভারত অধিনায়কের এমন বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় আশঙ্কা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্মীর মতে, টিম বাসে যাওয়া উচিত ছিল রোহিতের। সেই প্রতিবেদন অনুযায়ী, রোহিত ল্যাম্বোরগিনি চালাচ্ছিলেন। সঙ্গে ছিলেন রোহিতের স্ত্রীও।
গাড়ি দুর্ঘটনায় ঋষভ পন্থের ক্রিকেট-কেরিয়ার নিয়ে হাজারো প্রশ্ন। দেশের নামী উইকেট কিপার এখনও মাঠেই ফিরতে পারেননি। ক্রীড়াপ্রেমীদের দুঃস্বপ্নে ধরা দেয় পন্থের দুঃসহ স্মৃতি। এর মধ্যেই রোহিত শর্মা রাজপথে গতির ঝড় তুলে জরিমানার কবলে পড়ায় অনেকেই কিন্তু মুম্বই ব্যাটারের দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।
চলতি বিশ্বকাপে ভাল ছন্দে রয়েছেন হিটম্যান। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। পাকিস্তানের বিরুদ্ধেও দুর্দান্ত ব্যাটিং করেন তিনি। যেভাবে এগোচ্ছিলেন একসময়ে, তাতে সেঞ্চুরিও করে ফেলতেই পারতেন।
পাক-ম্যাচের পরে বাড়িতে ফিরে গিয়েছিলেন রোহিত। বৃহস্পতিবারের বাংলাদেশ ম্যাচের আগে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়ি ছোটাচ্ছিলেন। সেই সময়েই ট্রাফিক আইন লঙ্ঘন করেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন।
বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। তার আগেই জানাজানি হয়ে যায় রোহিতের জরিমানার কথা। রোহিত অবশ্য মাঠের বাইরের ঘটনা নিয়ে এখন একেবারেই ভাবিত নন। তাঁর লক্ষ্য একটাই। পারফর্ম করে কাপ ঘরে আনতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.