Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023 IND vs BAN

ICC ODI World Cup 2023 IND vs BAN: ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে মাঠে সারা, নেটদুনিয়ায় ভেসে উঠলেন গিল

ভারত-বাংলাদেশ ম্যাচ উপভোগ করেন সারা।

ICC ODI World Cup 2023 IND vs BAN: Sara Tendulkar spotted in Pune । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 19, 2023 5:37 pm
  • Updated:October 19, 2023 8:09 pm  

দেবাশিস সেন: ভারত-বাংলাদেশ ম্যাচ (ICC ODI World Cup 2023 IND vs BAN) দেখতে পুণেতে শচীন তেণ্ডুলকর কন্যা সারা (Sara Tendulkar)। শচীন-কন্যাকে ক্যামেরা ধরার সঙ্গে সঙ্গেই ভক্তরা চিৎকার শুরু করে দেন। ক্যামেরায় দেখা গিয়েছে, স্ট্যান্ডে বেশ কয়েকজনের সঙ্গে বসে খেলা দেখছেন সারা। হাসিমুখেই দেখা গিয়েছে তাঁকে। সারাকে ক্যামেরা ধরার অব্যবহিত পরেই সোশাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়। ভেসে ওঠেন শুভমান গিল। তাঁর মিম ছড়িয়ে পড়ে। 
এক ভক্ত লেখেন, ”পুণেয় সারা তেণ্ডুলকর ম্যাচ দেখছেন। গিল মাস্টারক্লাস লোডিং।” কেউ আবার লিখেছেন, ”সারা তেণ্ডুলকর ইজ ইন দ্য হাউজ।”
সারা ও গিলের সম্পর্ক নিয়ে কত কালিই না খরচ হয়েছে সংবাদমাধ্যমে, তার ইয়ত্তা নেই। দুজনের সম্পর্ক যাই হোক না কেন, গিল এখন পুরোদস্তুর মনোযোগ দিয়েছেন বিশ্বকাপে। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় প্রথম দুটো ম্যাচে নামতে পারেননি গিল। 

 

Advertisement

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: হার্দিক চোট পেতেই ২০১৫ সালের পর বোলারের ভূমিকায় বিরাট, দেখুন ভাইরাল ভিডিও]

 

পাকিস্তানের বিরুদ্ধে খেলেন শুভমান গিল। সেই ম্যাচে রান পাননি তিনি। বাংলাদেশের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেন তরুণ তারকা। সারা তেণ্ডুলকর উপভোগ করেন গিলের ব্যাটিং। বাংলাদেশের বোলারদের মাঠের বাইরে পাঠাচ্ছেন গিল, সেই দৃশ্য দেখে স্থির থাকতে পারেননি  সারা তেণ্ডুলকর। তাঁকে করতালি দিতে দেখা যায়। মাঠে উপস্থিত দর্শকদের সঙ্গে সারাও যে গিলের ব্যাটিং উপভোগ করেছেন, তা দেখেই বোঝা যায়। 

 

এদিকে ভারতের বিরুদ্ধে শাকিব আল হাসান শেষ মুহূর্তে নামেননি। তাঁর জায়গায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ চলাকালীন চোট পান ভারতের হার্দিক পাণ্ডিয়াও। তাঁর অসমাপ্ত ওভার শেষ করেন বিরাট কোহলি। 

[আরও পড়ুন: বড় ধাক্কা! গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে হার্দিক, বাকি ওভার সারলেন বিরাট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement