Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘রান তাড়া করার দিক থেকে শচীনকে ছাপিয়ে গিয়েছে বিরাট’, বড় মন্তব্য গ্রেম স্মিথের

শচীনের থেকে এগিয়ে বিরাট!

ICC ODI World Cup 2023: In my opinion, Virat Kohli exceeds Sachin Tendulkar. He is brilliant, says Graeme Smith। Sangbad Pratidin

শচীনের থেকে এগিয়ে বিরাট! দাবি গ্রেম স্মিথের।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 31, 2023 10:26 am
  • Updated:October 31, 2023 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছর ধরে ভারতের (India) দুই মহাতারকার মধ্যে তুলনা চলছে। শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) কি ছাপিয়ে যাবেন বিরাট কোহলি (Virat Kohli)! এই আলোচনা চলছে সর্বত্র। এবার এই ইস্যুতে জড়িয়ে গেলেন গ্রেম স্মিথ (Graeme Smith)। দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন অধিনায়ক কিন্তু বিরাটকেই এগিয়ে রাখছেন। তাঁর দাবি, রান চেজের দিক থেকে ‘মাস্টার ব্লাস্টার’-কে পিছনে ফেলে দিয়েছেন ‘কিং কোহলি’। চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) মঞ্চে ইতিমধ্যেই ৪৮টি শতরান সেরে ফেলেছেন টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। আর দুটি শতরান করলেই ৫০ ওভারের ফরম্যাটে সর্বাধিক শতরানের নিরিখে বিরাট তাঁর ‘আইকন’-কে টপকে যাবেন। শচীন তাঁর একদিনের ক্রিকেট কেরিয়ারে ৪৯টি শতরান করেছিলেন।

এমন প্রেক্ষাপটে গ্রেম স্মিথ বলেন, “বিরাটের আন্তর্জাতিক কেরিয়ার অসাধারণ। বিশেষ করে একদিনের ক্রিকেটে ওর পারফরম্যান্স তাক লাগিয়ে দেওয়ার মতো। আমার মতে তো বিরাট ওর ব্যাটের উপর ভর করে শচীনকেও ছাপিয়ে গিয়েছে! বিশেষ ভাবে রান চেজ করার ক্ষেত্রে শচীনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গিয়েছে বিরাট।”

Advertisement

[আরও পড়ুন: বিরাটের ৩৫তম জন্মদিনে রোহিতের পয়া ইডেনে আসছেন অমিত শাহ]

শচীনের বিরুদ্ধে খেলেছেন গ্রেম স্মিথ। এদিকে তাঁর কেরিয়ারের শেষ দিকে বিরাট আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটিয়েছিলেন। দুজনকে খুব কাছ থেকে দেখার সুবাদে গ্রেম স্মিথ আরও যোগ করেছেন, “শচীন অনেক ম্যাচ চেজ করেছে, তবে বিরাট চেজ করলে মনে হয় ভারত জিতবেই। প্রবল চাপের মধ্যেও বিরাট অনায়াসে রান তাড়া করতে পারে। এমন গুণ কিন্তু সবার থাকে না।”ষ

২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে ৪৬৩টি একদিনের ম্যাচে শচীনের রান ১৮৪২৬। সর্বোচ্চ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ২০০ রান। গড় ৪৪.৮৩। ৮৬.২৩ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ৪৯টি শতরান ও ৯৬টি অর্ধ শতরান। অন্যদিকে ১৫ বছরের একদিনের কেরিয়ারে ২৮৭টি একদিনের ম্যাচে তাঁর রান ১৩৪৩৭। সর্বাধিক পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩। গড় ৫৭.৯১। স্ট্রাইক রেট ৯৩.৬৩। ৪৮টি শতরানের সঙ্গে রয়েছে ৬৯টি অর্ধ শতরান।

এদিকে চেজ করতে গিয়ে ২৩৬টি ম্যাচে শচীনের ব্যাট থেকে এসেছিল ৮৭২০ রান। সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭৫ রান। গড় ৪২.৩৩। স্ট্রাইক রেট ৮৮.৪৪। সঙ্গে রয়েছে ১৭টি শতরান ও ৫২টি অর্ধশতরান। অন্যদিকে চেজ মাস্টার হিসাবে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গিয়েছেন বিরাট। চেজ করতে নেমে ১৫৯টি ম্যাচে তাঁর রান ৭৭৯৪। সর্বাধিক পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩। গড় ৬৫.৪৯। স্ট্রাইক রেট ৯৩.৬৪। ২৭টি শতরানের সঙ্গে রয়েছে ৩৪টি অর্ধ শতরান। ছন্দে থাকা বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে খালি হাতে ফিরেছেন। তবে তাতে কি! কাপ যুদ্ধে দারুণ ছন্দে রয়েছেন ‘কিং কোহলি’। এবার তাঁর শুধু এগিয়ে যাওয়ার পালা।

[আরও পড়ুন: নির্দোষ প্রমাণিত হলে আবার মুখ্য নির্বাচক পদে ফিরে আসবেন, হুমকি দিলেন পদত্যাগী ইনজামাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement