Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli: দলের জন্য বিরাটের কত নম্বরে ব্যাট করা উচিত? জবাব দিলেন রবি শাস্ত্রী

চার নম্বরে বিরাটের পারফরম্যান্স বেশ ভাল।

ICC ODI World Cup 2023: I thought of sending Virat Kohli at number 4, says former Team India coach Ravi Shastri। Sangbad Pratidin

কোচ থাকার সময় এভাবেই বিরাটের পাশে থাকতেন রবি শাস্ত্রী। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:August 17, 2023 7:37 pm
  • Updated:August 29, 2023 12:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সবাই নিজেদের দল গোছাতে শুরু করে দিয়েছে। এমন প্রেক্ষাপটে কয়েক দিন রোহিত শর্মা (Rohit Sharma) জনসমক্ষে বলে দিয়েছিলেন যে, ১২ বছর কেটে গেলেও সীমিত ওভারের ফরম্যাটে চার নম্বরে ব্যাট করার জন্য যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বিকল্প খুঁজে পাননি। এরমধ্যে টিম ইন্ডিয়ার (Team India) কাছে চিন্তার বিষয় হল কেএল রাহুল (KL Rahul) ও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এখনও ফিটনেস সার্টিফিকেট পাননি। তবে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বযুদ্ধের আগে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কিছুটা চিন্তা কমিয়ে দিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। তাঁর পরামর্শ, দলের স্বার্থে বিরাট চার নম্বরে ব্যাট করলেই সব সমস্যার সমাধান হবে।

রবি শাস্ত্রী বলেন, “ঈশান কিষাণ খুবই প্রতিভাবান। এবং শুরু থেকেই চালিয়ে খেলতে পারে। সেইজন্য ওর ওপেন করা উচিত। রোহিতের অভিজ্ঞতা অনেক। ও তিন নম্বরে ব্যাট করতেই পারে। সেক্ষেত্রে বিরাটের চার নম্বরে ব্যাট করা উচিত। আমার মতে টিম ম্যানেজমেন্ট এই ইস্যু নিয়ে বিরাটের সঙ্গে আলোচনা করলে, পুরো ব্যাপারটা ওকে বুঝিয়ে বললে বিরাট কিন্তু দেশের স্বার্থে চার নম্বরে ব্যাট করতে রাজি হয়ে যাবে।”

Advertisement

[আরও পড়ুন: কবে, কোথায় দেখবেন ভারত-আয়ারল্যান্ড সিরিজের লাইভ স্ট্রিমিং? জানতে পড়ুন]

২০১৯ সালের বিশ্বকাপের সময় বিরাটকে চার নম্বরে ব্যাটিং করানোর কথাও ভেবেছিলেন বলে দাবি করেন ভারতের প্রাক্তন কোচ। তিনি ফের যোগ করেন, ‘বিগত দুই বিশ্বকাপে বিরাটকে চার নম্বরে ব্যাট করানোর ব্যাপারে ভাবনাচিন্তা করেছিলাম। সেটা নিয়ে তৎকালীন মুখ্য জাতীয় নির্বাচক এমএসকে প্রসাদের কথা বলেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর কার্যকরী হয়নি। আসলে টপ অর্ডারে ভাঙন ধরলে বিরাটের উপর চাপ আরও বেড়ে যেত। সেটাও তো মাথায় রাখতে হবে।”

বিরাটকে এবারের বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করানো হয় কিনা সেটা সময় বলবে। তবে চার নম্বরে তাঁর পারফরম্যান্স বেশ ভাল। ৩৯টি একদিনের ম্যাচে করেছেন ১৭৬৭ রান। গড় ৫৫.২১। সঙ্গে রয়েছে সাতটি শতরান ও আটটি অর্ধশতরান। এবার দেশের স্বার্থে বিরাট আসন্ন কাপ যুদ্ধে চার নম্বরে ব্যাট করেন কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: বিশ্বকাপে সুযোগ পাবেন? প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন অশ্বিন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement