প্রতি ম্যাচেই নিজেকে ছাপিয়ে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভারতের সাফল্যে তাঁর ভূমিকা কম নয়। বরং প্রতি ম্যাচেই পারফর্ম করছেন। ব্যাটে রান না পেলে, বোলিং ও ফিল্ডিং করে বাইশ গজের যুদ্ধে নিজেকে মেলে ধরছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। এহেন জাড্ডু দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দারুণ পারফরম্যান্স করেন। নিয়েছিলেন ৩৩ রানে ৫ উইকেট। এর পরেই সাংবাদিক বৈঠকে এসে নিজেকে অধিনায়ক বলে বড় মন্তব্য করে দিলেন জাড্ডু!
জাদেজা বলেন, ‘একেবারে প্রথম দিন থেকেই অধিনায়কের মতো করে ভাবি। জানি দলের ক্যাপ্টেন নই, তাও। অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ৩০-৩৫ রান তোলা ও প্রয়োজনীয় সময়ে বিপক্ষের পার্টনারশিপ ভাঙা আমার আসল কাজ। নিজের পারফরম্যান্সে যাতে দলের সাহায্য হয়, সেই কাজ করার চেষ্টা বরাবর করে থাকি।”
শুধু ব্যাটিং-বোলিং নয়, ফিল্ডিংয়েও তাঁর সুনাম রয়েছে। সেটা মনে করিয়ে স্যর জাদেজা ফের যোগ করেন, “কখনও ফিল্ডিং হালকা ভাবে নিই না। মাঠে ভুল আমারও হতেই পারে। ক্যাচও ফসকাতেই পারে। কিন্তু সেটা যাতে না হয়, সেজন্য সজাগ থাকাটাই আমার কাজ। কখনও সফল হই, কখনও ব্যর্থ, কিন্তু চেষ্টা করি বরাবর সেরাটা দিতে।”
গত ম্যাচে পারফরম্যান্স করে পুরুষদের একদিনের বিশ্বকাপে ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে ম্যাচে পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন জাদেজা। ৩৩ রানে ৫ উইকেট নিলেন জাড্ডু। ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিং আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩১ রানে ৫ উইকেট নিয়েছিলেন। এমনকি কাপ যুদ্ধের সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় এই মুহূর্তে ৯ নম্বরে পৌঁছে গিয়েছেন জাদেজা। ঝুলিতে মোট ১৪ উইকেট। প্রতি ম্যাচেই নিজের উপস্থিতি বুঝিয়ে দিয়েছেন। এহেন জাদেজা নক আউটে কেমন পারফরম্যান্স করেন সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.