Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ফের একবার ভুবনজয়ী হওয়ার লক্ষ্যে ইংল্যান্ড, এক নজরে জস বাটলার-জো রুটদের টিম প্রোফাইল

জোড়া বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ইংল্যান্ড।

ICC ODI World Cup 2023: Here is last world champion England team profile, led by Jos Buttler। Sangbad Pratidin

দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের অপেক্ষায় জস বাটলারের ইংল্যান্ড।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 30, 2023 4:08 pm
  • Updated:September 30, 2023 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩৮ ঘন্টার জার্নি করে ভারতের (India) মাটিতে পা রেখেছে ইংল্যান্ড (England)। লক্ষ্য ২০১৯ সালের পারফরম্যান্সের রিমেক ঘটিয়ে ফের একবার বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) জয়। আগামী ৫ অক্টোবর নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে কাপ যুদ্ধের উদ্বোধনী ম্যাচে নামবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জস বাটলার (Jos Buttler)-জো রুটদের (Joe Root) কোন দলের কী শক্তি, দুর্বলতাই বা কী? কাপ যুদ্ধের আগে দেখে নেওয়া যাক সাহেবদের টিম প্রোফাইল।

এক নজরে ইংল্যান্ডের ১৫ জনের দল: জস বাটলার (অধিনায়ক/ উইকেটকিপার), মইন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারেন, লিয়াম লিভিংস্টোন, দাউয়িদ মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

Advertisement

শক্তি: আগ্রাসী মেজাজে স্কোরবোর্ডে রান তোলা। এবং ব্যাটিং অর্ডারে ১০ নম্বরে থাকা ক্রিকেটারও রান করতে সক্ষম। ৫০ ওভারের ফরম্যাটে মাত্র একবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও, গত চার বছরে ইংল্যান্ড এই ফরম্যাটে ব্যাপক সাফল্য পেয়েছে। হেড কোচ ম্যাথু মটের অধীনে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন সাহেবরা। ভারতের মাটিতে ফের চমক দেখাতে চাইবে ইংল্যান্ড। টপ অর্ডার থেকে মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডার, সব জায়গায় মারমুখী মেজাজের ব্যাটারদের ভিড়। বাটলার, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, জেসন রয়, দাউয়িদ মালানরা যে কোনও বোলিং বিভাগের ঘুম কাড়তে পারেন। অবসর ভেঙে স্টোকস ফিরে আসার পর দল মানসিকভাবে আরও চাঙ্গা হয়ে উঠেছে। দলের আরও একটি শক্তি হল প্রায় ৭-৮ জন অলরাউন্ডার রয়েছেন। যারা যে কোনও সময় ফলাফল বদলে দিতে পারেন।

England 2019 World Cup
২০১৯ সালের বিশ্বকাপের ফাইনাল জয়ের পর ট্রফি হাতে অইন মর্গ্যানের ইংল্যান্ড। ফাইল ছবি

[আরও পড়ুন: ফেভারিট হিসাবেই বিশ্বকাপে নামবে অজিরা, এক নজরে কামিন্সদের টিম প্রোফাইল]

দুর্বলতা: ঘরের মাঠ কিংবা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বোলাররা সফল হলেও ভারতের মাটিতে বাটলারের বোলারদের পরিসংখ্যান আহামরি নয়। একাধিক ক্রিকেটার আইপিএল খেললেও, মইন আলি ছাড়া আর কেউই সফল হয়নি। আদিল রশিদ নিজের ঘরের মাঠে ভালো বোলিং করলেও, ভারতে এসে অতীতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এছাড়া আরও সমস্যা রয়েছে ইংল্যান্ডের। জো রুট ও বাটলার ছাড়া আর কেউ স্পিনের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করতে পারেননি। এরমধ্যে স্টোকস আবার এই বিশ্বকাপে বোলিং করবেন না।

এক্স ফ্যাক্টর: এই ইংল্যান্ড দলে বাটলার ছাড়া আরও দুজন প্রাক্তন অধিনায়ক রয়েছেন। টেস্ট দলের নেতা স্টোকস ছাড়াও রয়েছেন আর এক প্রাক্তন অধিনায়ক জো রুট। 

সম্ভাব্য একাদশ: জনি বেয়ারস্টো, দাউয়িদ মালান, জো রুট, বেন স্টোকস, মইন আলি, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

সম্ভাবনা: ২০ ও ৫০ ওভারের ফরম্যাটে দাপট দেখানোর পর টেস্টেও ‘বাজবল’ নীতি চালু করে দিয়েছে ইংল্যান্ড। ফলে ব্রিটিশদের ব্যাটিংয়ে সেই আগ্রাসী মেজাজে কাপ যুদ্ধেও দেখা যাবে। দলে ম্যাচ উইনার বোলারের অভাব থাকলেও, একাধিক অলরাউন্ডার রয়েছেন। তেমনই রয়েছে ব্যাটিং গভীরতা। স্পিন বিভাগ নিয়ে সামান্য চিন্তা থাকলেও, গতবারের বিশ্বজয়ীদের সেমি ফাইনালে যাওয়া উচিত।

[আরও পড়ুন: কাপ যুদ্ধের মঞ্চে শচীন-গেইলের কোন রেকর্ড ভাঙার অপেক্ষায় রোহিত?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement