Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বল হাতে নিয়ে ‘কালা জাদু’ করেন? নীরবতা ভাঙলেন হার্দিক পাণ্ডিয়া

কোন মন্ত্রে উইকেট পেলেন হার্দিক?

ICC ODI World Cup 2023: Hardik Pandya's mysterious ritual breaks the Internet!। Sangbad Pratidin

ইমামকে আউট করার ঠিক আগে হার্দিককে এভাবেই দেখা গিয়েছিল। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 15, 2023 7:36 pm
  • Updated:October 15, 2023 7:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ভারত বনাম পাকিস্তান ম্যাচে (IND vs PAK) নানা দৃশ্য ফুটে উঠেছে। হাইভোল্টেজ এই ম্যাচের ১৩ ওভারে একটি চমক দেখা যায়। সেই ম্যাচের তৃতীয় বলেই আজব কাণ্ড ঘটিয়ে ফেলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। বল করার আগে বিড়বিড় করে কিছু একটা মন্ত্র উচ্চারণ করতে দেখা যায় তাঁকে। এর পর বলে একবার ফুঁ দিয়ে এসে ডেলিভারি করেন হার্দিক। আর সেই বলেই প্রলুব্ধ হয়ে উইকেটের পিছনে খোঁচা দিয়ে ড্রেসিংরুমে ফেরেন ইমাম-উল-হক (Imam-Ul-Haq)। বাঁ দিকে উড়ে দারুণ ক্যাচ ধরেন লোকেশ রাহুল (KL Rahul)

সোশাল মিডিয়ায় সেই হার্দিকের কাণ্ড ভাইরাল হয়েছে। যদিও ‘কালা জাদু’ করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান (Pakistan)। তবে সেই রহস্য নিয়ে এবার নিজেই মন্তব্য করলেন হার্দিক। ম্যাচের পর হার্দিককে এই বিষয়ে প্রশ্ন করা হয়। তখন তিনি বলেন, “খুব সহজভাবে নিজের সঙ্গে কথা বলেছি। সত্যি বলতে কী আমি নিজেকে গাল দিচ্ছিলাম। কোথায় বল করতে হবে তার জন্য নিজেকে অনুপ্রাণিত করছিলাম।”

Advertisement

[আরও পড়ুন: প্যাড পরে অ্যাঙ্কারের ভূমিকায় হার্দিক! ভিডিওতে দেখে নিন টিম ইন্ডিয়ার অন্দরমহল]

আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ভারতের কাছে কার্যত পর্যুদস্ত হয় পাকিস্তান। ১৯১ রানেই অলআউট হয়ে যায় বাবর আজমরা। এই নিয়ে টানা আটবার হারল পাকিস্তান। অন্যদিকে, ব্যাট করতে নেমে সহজেই ম্যাচ বের করে নেয় ভারত। কিন্তু এরই মধ্যে ওই ম্যাচে হার্দিকের কাণ্ড নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। তাঁর ওই ওভারে দ্বিতীয় বলে কাট করে ডেলিভারিটিকে বাউন্ডারি পাঠিয়ে দিয়েছিলেন ইমাম। পরের বলেই ঘুরে যায় খেলা। সেই নিয়েই এবার খুললেন হার্দিক।

[আরও পড়ুন: লজ্জার হার হজম করা পাকিস্তানকে চরম কটাক্ষ করলেন বীরেন্দ্র শেহওয়াগ! কী লিখলেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement