Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: পাকিস্তানকে হেলায় হারিয়ে খুঁত খুঁজে বের করলেও কোন মন্ত্রে এগিয়ে যাচ্ছে ভারত? জানালেন হার্দিক

দাপটের সঙ্গে ভারতের পাক বধ।

ICC ODI World Cup 2023: Hardik Pandya share his view about team game after beat arch rivals Pakistan। Sangbad Pratidin

ইমামকে আউট করার পর এভাবেই সেলিব্রেশন করেছিলেন হার্দিক। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 14, 2023 8:58 pm
  • Updated:October 14, 2023 8:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৯২ সালে ৪ মার্চ। সিডনি স্টেডিয়ামে মহম্মদ আজহারউদ্দিনের (Mohammed Azharuddin) দলের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল। ২০২৩ সালের ১৪ অক্টোবর সেই ইতিহাসের অষ্টম অধ্যায় যোগ করল রোহিত শর্মার (Rohit Sharma) দল। এবার ভেন্যু আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium)। ৭-০ ব্যবধান এবার বেড়ে দাঁড়াল ৮-০। খাতায়-কলমে এই ভারতীয় দল অনেক শক্তিশালী হলেও পাকিস্তান (Pakistan) যে মাত্র ১৯১ রানে গুটিয়ে যাবে, অনেকেই ভাবতে পারেননি। তবে সেটাই হল। জবাবে ৩০.৩ ওভারে ভারত করল ৩ উইকেটে ১৯২ রান। রোহিতের ৬৩ বলে ৮৬ রানের সৌজন্যে ভারত ৭ উইকেটে জিতল।

অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর এবার বাবর আজমের দল। এমন জয়ের পরেই হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) জানিয়ে দিলেন কোন মন্ত্রে সাফল্য পাচ্ছে ভারতীয় দল। ম্যাচের শেষে হার্দিক বললেন, “আমরা অনেক আগেই জানতাম বিশ্বকাপে কেমন দল নিয়ে আমরা মাঠে নামব। আমরা সবাই একদিন আলোচনায় বসেছিলাম। আমাদের প্রথম লক্ষ্য ছিল ভারতীয় দলে খেলা। দ্বিতীয় টার্গেট বিশ্বকাপ জয়। আর তাই সবার ছোটবেলার ছবি সোশাল মিডিয়া থেকে বের করে আমরা ভালো পারফরম্যান্স করার শপথ নিয়েছিলাম। সেটাই এবার মাঠে প্রতিফলিত হচ্ছে।”

Advertisement

[আরও পড়ুন: ৮-০ স্কোরলাইন বজায় রেখে ফের পাক বধ, কাপ যুদ্ধে জয়ের হ্যাটট্রিক করল রোহিতের ভারত]

তবে একাত্মবোধের কথা বললেও নিজের এবং মহম্মদ সিরাজের বোলিং নিয়ে একেবারেই খুশি নন দলের সহ অধিনায়ক। হার্দিক যোগ করেন, “পাকিস্তানের বিরুদ্ধে জিতে অবশ্যই ভালো লাগছে। তবে আমরা কিন্তু শুরুতে মোটেও ভালো বোলিং করতে পারিনি। সিরাজ ও আমাকে আরও দায়িত্ব নিয়ে বোলিং করা উচিত ছিল। জশপ্রীত বুমরাহ যেভাবে বোলিং করছিল সেটা ছিল দেখার মতো। ওর মতো বোলিং করতে পারিনি বলেই পাকিস্তান ১৯১ রান করতে পারল। সেটা না হলে আরও আগে ওরা অল আউট হয়ে যেত।”

প্রথমে ব্যাট করে পাকিস্তান ভারতের সামনে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য রাখে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই রান তৃতীয় নিম্নতম। জয়ের জন্য সহজ লক্ষ্য পেয়ে আগ্রাসী মেজাজে শুরু করেন রোহিতেরা। শাহিন শাহ আফ্রিদিকে প্রথম বলেই চার মারেন রোহিত। রশিদ খানদের হারানোর পর তিনি বলেছিলেন, তাঁদের কাছে আফগানিস্তান যা, পাকিস্তানও তাই। তা যে শুধু মুখের কথা নয় সেটা রোহিত প্রমাণ করলেন ৬৩ বলে ৮৬ রানের অনবদ্য ইনিংসে। পাক বোলারদের শাসন করে মারলেন ৬টি চার এবং ৬টি ছক্কা।

[আরও পড়ুন: মহালয়ায় পাক সংহার ভারতের, রোহিতের দাপুটে জয়ের নেপথ্যে কী?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement