Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: টিম ইন্ডিয়ার জন্য সুখবর, সুস্থ হয়ে ড্রেসিংরুমে হার্দিক, ব্যাট করবেন?

মাঠে ফেরার অপেক্ষায় হার্দিক।

ICC ODI World Cup 2023: Good news for Team India, Hardik Pandya back in the dressing room। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 19, 2023 7:29 pm
  • Updated:October 19, 2023 7:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার (Team India) জন্য সুখবর। চোট সারিয়ে ফিট হয়ে ড্রেসিংরুমে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ভারতীয় দল তখন ব্যাট করতে নেমেছে। ক্রিজে দাপট দেখাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও শুভমান গিল (Shubman Gill)। ঠিক সেই সময় বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরার লেন্স চলে যায় ড্রেসিংরুমের দিকে। দেখা যায় অনুশীলনের জার্সি গায়ে চাপিয়ে বসে আছেন তারকা অলরাউন্ডার। শোনা গেল দরকার হলে তিনি ব্যাট করতেও নামবেন।

তবে বোলিংয়ের সময় পরিস্থিতি কিন্তু এমন ছিল না। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের বয়স তখন ৮ ওভার। সেই ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে হার্দিককে পরপর দুটি চার মারেন হার্দিক। আর এর পরেই ঘটে অঘটন। তাঁর বলে স্ট্রেট ড্রাইভ মারেন লিটন। সেই বল পা দিয়ে আটকাতে গিয়েছিলেন হার্দিক। সেই সময় পড়ে যান তিনি। হার্দিকের পায়ের উপর তাঁর পুরো শরীরের ওজন পড়ে গিয়েছিল। তাতেই চোট লাগে তাঁর। এই ম্যাচে আর বল করতে পারবেন কি না তা জানা যায়নি। সেই সময় ওভারের তিনটি বল বাকি ছিল। বিরাট কোহলি (Virat Kohli) সেই তিনটি বল করেন।

Advertisement

[আরও পড়ুন: বাজপাখির মতো উড়ে পয়েন্টে ক্যাচ ধরলেন জাদেজা, করলেন অদ্ভুত সেলিব্রেশন! কিন্তু কেন?]

দৃশ্যতই তাঁকে হতাশ দেখাচ্ছিল। সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন ভারতীয় দলের ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর হার্দিক বল হাতে ওভার শেষ করার চেষ্টা করলেও, পারলেন না। খোঁড়াচ্ছিলেন। আর তাই তাঁকে মাঠের বাইরে যেতে বলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত। প্রথম ওভার করতে এসেছিলেন হার্দিক। তিনটি বল করেছিলেন। তারপরই চোট পান। ওভারের বাকি তিন বল করেন বিরাট। ভারতীয় দলের তরফ থেকে সেই সময় হার্দিকের চোট নিয়ে কোনও আপডেট দেওয়া হয়নি। চোটের ধরণ দেখে সেই সময় ক্রিকেট পণ্ডিতদের মনে হয়েছিল তাঁর চোট গুরুতর হতে পারে। কিন্তু সন্ধের দিকে স্বস্তি পেল ভারতীয় দলের ক্রিকেটপ্রেমীরা।

[আরও পড়ুন: হার্দিক চোট পেতেই ২০১৫ সালের পর বোলারের ভূমিকায় বিরাট, দেখুন ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement