Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘বুমরাহ ক্ষেপণাস্ত্রের মতো ভয়ংকর!’ বিস্ফোরণ ঘটালেন গৌতম গম্ভীর

বাইশ গজে 'বুম বুম' বুমরাহের দাপট।

ICC ODI World Cup 2023: Gautam Gambhir calls Jasprit Bumrah as most lethal bowler in world cricket। Sangbad Pratidin

বুমরাহই সেরা। স্পষ্ট জানিয়ে দিলেন গৌতম গম্ভীর।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 13, 2023 3:48 pm
  • Updated:October 13, 2023 3:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) একাধিক জোরে বোলার দাপট দেখাচ্ছেন। শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) থেকে কাগিসো রাবাদা (Kagiso Rabada)। লকি ফার্গুসন (Lockie Ferguson) থেকে তাসকিন আহমেদ (Taskin Ahmed)। তবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) কিন্তু সবার উপরে জশপ্রীত বুমরাহকেই (Jasprit Bumrah) রাখলেন। পিঠের চোট সারিয়ে কামব্যাক করার পর থেকে দারুণ ছন্দে রয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা জোরে বোলার। স্বভাবতই এহেন বুমরাহতে মজেছেন ভারতের প্রাক্তন ওপেনার। তাঁর মতে ‘বুমরাহ ক্ষেপণাস্ত্রের মতো ভয়ংকর!’

গম্ভীর বলেন, “অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে মিচেল মার্শকে কীভাবে আউট করল মনে আছে? কিংবা আফগানিস্তানের জারদান ইব্রাহিমের উইকেট। এই মুহূর্তে যদি কোনও পেস বোলারের উপর বাজি ধরতে হয়, তাহলে আমি বুমরাহকেই এগিয়ে রাখব। কারণ আমার মতে বুমরাহ অনেকটা ক্ষেপণাস্ত্রের মতোই ভয়ংকর।”

Advertisement

[আরও পড়ুন: শাহিনদের বিরুদ্ধে খেলবেন শুভমান? তরুণ ওপেনারকে কীভাবে উদবুদ্ধ করলেন যুবরাজ?]

ভারত-পাক (IND vs PAK) মহারণের আগে অনেকে বুমরাহের সঙ্গে শাহিনের তুলনা করছিলেন। তবে গম্ভীর সেই রাস্তায় হাঁটতে রাজি নন। বরং তাঁর দাবি, “অহেতুক আলোচনা করে লাভ নেই। এতে সময় নষ্ট হয়। বুমরাহ ও শাহিন দুজনেই বিশ্ব মানের বোলার। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে শুধু শাহিন কেন বুমরাহ বাকিদের থেকে অনেক এগিয়ে আছে। কারণ বুমরাহ এমন একজন পেসার যে নতুন বল, মাঝের ওভার থেকে শুরু করে ডেথ ওভার, সব পরিস্থিতিতে সমান ভাবে পারফরম্যান্স করতে সক্ষম। এবং বছরের পর বছর ধরে সেটা প্রমাণ করেছে।”

হাতে আর মাত্র কয়েক ঘন্টা। এর পর আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) বাইশ গজের যুদ্ধে নামবে ভারত (Team India) ও পাকিস্তান (Pakistan)। বাবর আজম (Babar Azam)-মহম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan) মহড়া নেওয়ার আগে নিজেকে উজাড় করে দিচ্ছেন বুমরাহ। ২০১৯ থেকে ২০২৩, কাপ যুদ্ধে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন বুমরাহ। আফগানিস্তানের বিরুদ্ধে নিয়েছিলেন ৩৯ রানে ৪ উইকেট। এটাই তাঁর বিশ্বকাপে সেরা পারফরম্যান্স। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেও দাপট দেখিয়েছিলেন তিনি। ৩৫ রানে নিয়েছিলেন ২ উইকেট। আর তাই ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে গম্ভীর ভারতের তারকা পেসারের উপর বাজি ধরলেন।

[আরও পড়ুন: ‘কেউ তাড়িয়ে দেয়নি’, পাকিস্তানে ফিরেই ভারতীয়দের কাছে ক্ষমা চাইলেন বিতর্কিত সঞ্চালিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement