সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক অভিযোগ পাকিস্তানের (Pakistan)। সাংবাদিকরা কেন দেরি করে ভিসা পেয়েছেন? আইসিসির নয়, এটা বিসিসিআই-এর ইভেন্ট বলে কটাক্ষ করা হয়েছিল।
আহমেদাবাদে দর্শক আচরণ নিয়েও অভিযোগ। পিসিবি-র লাগামছাড়া অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। সোশাল মিডিয়ায় প্রাক্তন পাক স্পিনার লিখেছেন, “ভারত ও হিন্দুত্ব বিরোধী মন্তব্য করতে কে বলেছিল জয়নাব আব্বাসকে? আইসিসি ইভেন্টকে বিসিসিআই-এর ইভেন্ট বলতে মিকি আর্থারকে কে বলেছিল? খেলার মাঠে রিজওয়ানকে নমাজ পড়তে কে বলেছিল? অন্যের ভুল না ধরাই ভালো।”
বিশ্বকাপের বল দড়ানোর আগে থেকেই ভারতকে নিশানা করা হচ্ছিল। জাকা আশরফ ভারতকে ‘শত্রু দেশ’ বলে উল্লেখ করেছিলেন। তার পরে একের পর এক অভিযোগ বর্ষিত হয় ভারতের বিরুদ্ধে।
Who asked Pakistani journalist Zainab Abbas to comment against India and Hindus?
Who asked Mickey Arthur to call ICC event as BCCI event?
Who asked Rizwan to perform Namaz in playground?
Don’t find faults in others! https://t.co/zpK7F7zjB7
— Danish Kaneria (@DanishKaneria61) October 17, 2023
আহমেদাবাদে ভারতের কাছে হার মানে পাকিস্তান। ওয়াঘার ওপারে বাবর আজমদের বিরুদ্ধে সমালোচনা আছড়ে পড়ে। অনেকে মনে করছেন, আমজনতার দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই ভারতের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.