Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: লখনউয়ে কোহলির সেঞ্চুরি চান না এক প্রাক্তন ভারতীয় তারকা, কিন্তু কেন?

জেনে নিন আসল কারণ।

ICC ODI World Cup 2023: Former India player Mohammad Kaif doesn’t want Virat Kohli to score a century against England । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 27, 2023 7:14 pm
  • Updated:October 27, 2023 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (World Cup 2023) রবিবার ভারতের সামনে ইংল্যান্ড। আর সেই ম্যাচে বিরাট কোহলি যেন সেঞ্চুরি করতে না পারেন। এমনটাই চাইছেন এক প্রাক্তন ভারতীয় তারকা। এত পর্যন্ত পড়ার পরে অনেকেই জানতে চাইবেন কে তিনি। তিনি মহম্মদ কাইফ (Mohammad Kaif )।
লখনউয়ে কোহলি সেঞ্চুরি করলে শচীন তেণ্ডুলকরের ৪৯টি ওয়ানডে শতরানের নজির ছোঁবেন। তার পরে আরও একটি সেঞ্চুরি করলেই মাস্টার ব্লাস্টারকে ছাপিয়ে যাবেন বিরাট। কাইফকে বলতে শোনা গিয়েছে, ”লখনউয়ে সেঞ্চুরি করুক বিরাট আমি চাই না। সানি স্যার ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করেছেন যে কলকাতায় সেঞ্চুরি করে শচীনকে ছাপিয়ে যাবেন কোহলি। আমি চাই না সানি স্যারের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হোক।” 

[আরও পড়ুন: বিশ্বকাপে রিজওয়ানের ‘গান্ধীগিরি’, জ্যানসেনের কটূক্তির জবাবে কী করলেন পাক তারকা?]

কলকাতায় ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ৫ নভেম্বর। তার আগে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ রয়েছে ২ নভেম্বর। লখনউয়ে কোহলি সেঞ্চুরি হাঁকালে সেখানেই ছুঁয়ে ফেলবেন শচীনকে এবং কলকাতায় আসার আগেই শচীনকেও ছাপিয়ে যেতে পারেন তিনি। ৫ নভেম্বর আবার কোহলির জন্মদিন। জন্মদিনে সেঞ্চুরি করলে তার থেকে বড় উপহার আর কিছুতে নেই।
‘লিটল মাস্টার’ ভবিষ্যদ্বাণী করেছিলেন, ”ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি ৫০-তম সেঞ্চুরিটি করবে। জন্মদিনে এর থেকে ভালো উপহার আর কী হতে পারে? কলকাতায় সেঞ্চুরি করলে দর্শকরা উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান। করতালি এবং হুইসলে আকাশ বাতাস মুখরিত হয়। প্রতিটি ব্যাটারই এমন একটি মুহূর্তের অপেক্ষায় থাকে।” লিটল মাস্টারের এহেন ভবিষ্যদ্বাণীর পরে কাইফও চান না কোহলি লখনউয়ে সেঞ্চুরি করুন। 

Advertisement

[আরও পড়ুন: ‘আমি তো সেদিনই অবসর নিয়ে ফেলেছিলাম’, কোন দিনের কথা বললেন ধোনি?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement