বাটলারকে বোল্ড করে এভাবেই সেলিব্রেশন করলেন কুলদীপ যাদব। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ২০১৯ সালের বিশ্বকাপে (ICC ODI World Cup 2019) ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচের রিমেক। সেই ম্যাচে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ভিতরে আসা ডেলিভারি বুঝতে না পেরে বোল্ড হয়ে যান বাবর আজম (Babar Azam)। চার বছর পর এবারের বিশ্বকাপে লখনউয়ের একানা স্টেডিয়ামে ঠিক সেই ভাবেই বোল্ড হয়ে গেলেন জস বাটলার (Jos Buttler)। এমন ডেলিভারি দেখার পর ক্রিকেটপ্রেমীরা একটা ব্যাপারে দ্বিধাবিভক্ত। বাটলারকে আউট করা ডেলিভারিকে কী আখ্যা দেওয়া যায়? ‘বল অফ দ্য ম্যাচ’ নাকি ‘বল অফ দ্য টুর্নামেন্ট’।
মহম্মদ শামি (Mohammed Shami) ও জশপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) আগুনে বোলিংয়ের পর দাপট দেখালেন কুলদীপ। নিলেন ২৪ রানে ২ উইকেট। এর পর সাংবাদিক বৈঠকে এসে তিনি বলেন, “বাবর ও বাটলার, কার বিরুদ্ধে সেরা ডেলিভারি করেছিলাম সেটা নিয়ে আমি কোনও তুলনায় যেতে চাই না। কারণ দুটি আউটই দলের কাজে এসেছিল। তবে এতটুকু বলতে পারি ঘরের মাঠে বল করতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে। শিশির অনেক বড় ফ্যাক্টর আকার ধারণ করতে পারে। সেইজন্য বল করে আরও ভালো লাগছে। কারণ আমি সঠিক লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করে গিয়েছি। বাকিটা তো সবাই দেখেছেন।”
চলতি কাপ যুদ্ধে ‘ছয়ে ছয়’ করার সঙ্গে গত দুই আইসিসি ইভেন্টে জোড়া হারের বদলা নিয়ে সেমিফাইনালে চলে গেল টিম ইন্ডিয়া। এবার সামনে ভারতের সামনে শ্রীলঙ্কা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.