Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ‘রাউডি’ রোহিতের ব্যাটিং দেখে এ কী মন্তব্য! হর্ষ ভোগলেকে নিয়ে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া

সেমিফাইনালের মাঝে আচমকা ট্রেন্ডিং 'বড়া পাও'!

ICC ODI World Cup 2023: Fans hit back at Harsha Bhogle following Vada Pav remark on Rohit Sharma during India vs New Zealand semifinal। Sangbad Pratidin

হর্ষ ভোগলে কি রোহিতকেই কটাক্ষ করেছিলেন? উঠছে প্রশ্ন।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 15, 2023 4:18 pm
  • Updated:November 15, 2023 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) সেমিফাইনালে অহেতুক বিতর্ক। এবং এই বিতর্কের কেন্দ্রে দুই ব্যক্তি এবং একটি বিশেষ খাবার। দুই ব্যক্তি রোহিত শর্মা (Rohit Sharma) ও হর্ষ ভোগলে (Harsha Bhogle)। এবং মুম্বইয়ের বিশেষ খাবার বড়া পাও (Vada Pav)। নেটিজেনদের দাবি, ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইশ গজে টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক ঝড় তোলার সময় প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলে নাকি তাঁকে ‘বড়া পাও’ বলে কটাক্ষ করেছেন।

সেই সময় ভারতীয় ইনিংসের ৪.৪ ওভারের খেলা চলছিল। নন স্ট্রাইকার এন্ডে ছিলেন হিটম্যান। ভারত অধিনায়ক সেই সময় ১৮ বলে ৩৪ রানে ক্রিজে ঝড় তুলে দিয়েছিলেন। শুভমান গিল (Shubman Gill) স্ট্রাইক নেওয়ার সময় হর্ষ ভোগলে বলে ওঠেন, ‘হোল্ড মাই বড়া পাও বেবি!’ তাঁর সেই বক্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এক শ্রেণির নেটিজেনরা দাবি তুলতে থাকেন হর্ষ ভোগলে নাকি রোহিতকে কটাক্ষ করে ‘বড়া পাও’ বলেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: ঘরের মাঠে হিটম্যান শো, বিশ্বকাপে গেইলের জোড়া রেকর্ড ভাঙলেন রোহিত]

 

         Hi @BCCI, @ICC. What’s up with these Vada Pav jibes by @bhogleharsha on Rohit               Sharma? What more does he have to do to prove himself on the field? Pls stop giving             space to fatphobic commentators. https://t.co/BdgUEKllvP

      — Deepansh Duggal (@Deepansh75) November 15, 2023

কিন্তু প্রশ্ন হল রোহিত এবং ‘বড়া পাও’-এর যোগ কোথায়? ২০২০ সালের আইপিএল চলার সময় রোহিতকে ‘বড়া পাও’ বলে কটাক্ষ করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virendra Sehwag)। সেবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের রিভিউ করতে গিয়ে রোহিতের অতিরিক্ত ওজনের প্রতি দৃষ্টিপাত করতে গিয়ে ‘নজফগড়ের নবাব’ তাঁর জন্য ‘বড়া পাও’ শব্দটি ব্যবহার করেছিলেন। রোহিতের বদলে মুম্বই দলে অন্তর্ভুক্ত হওয়া সৌরভ তিওয়ারির অতিরিক্ত ওজনের প্রতি কটাক্ষ করেও তিনি ‘সামোসা পাও’ শব্দটির ব্যবহার করেছিলেন। একটি ভিডিওতে শেওয়াগকে বলতে শোনা যায়, “বড়া পাও নেই তো কি হয়েছে তার জায়গায় সামোসা পাও তো আছে!”

 

এরপর টুইটার জুড়ে শেহওয়াগের শব্দচয়ন নিয়ে ঝড় উঠেছিল। অনেকের বক্তব্য, রোহিত যথেষ্ট দক্ষতার সাথে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন। সেখানে শেহওয়াগ নিজে একজন প্রাক্তন ক্রিকেটার হয়ে অপর একজন ক্রিকেটার সম্বন্ধে কীভাবে এরকম শব্দপ্রয়োগ করতে পারেন। এবারও যেন সেভাবেই হর্ষ ভোগলে নেট দুনিয়ায় আক্রান্ত হলেন।

যদিও আর এক শ্রেণির নেটিজেনদের দাবি, হর্ষ ভোগলের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি রোহিতের আগ্রাসী ব্যাটিং দেখে বলতে চেয়েছিলেন, ‘এমন ব্যাটিং দেখে মুখে বড়া পাও না নিয়ে হাতে রাখতেও রাজি।’ তবে হর্ষ ভোগলের পক্ষে থাকা নেটিজেনদের কথায় কে আর পাত্তা দেয়। কারণ ততক্ষণে যে ‘বড়া পাও’ এবং ‘হর্ষ ভোগলে’ সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়ে গিয়েছেন।

[আরও পড়ুন: ‘ইনজি ভাই তুমি কি নেশা করেছ?’ কেন প্রাক্তন পাক অধিনায়কের উপর চটলেন হরভজন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement