Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli Sachin Tendulkar

Virat Kohli: ‘আইকন’ শচীনের সঙ্গে বিরাটের মিল কোথায়? সামনে চলে এল অজানা তথ্য

শচীনকে ছাপিয়ে যেতে পারবেন বিরাট?

ICC ODI World Cup 2023: Don't think Virat Kohli wants power Or leadership, says Sanjay Manjrekar। Sangbad Pratidin
Published by: Sabyasachi Bagchi
  • Posted:September 22, 2023 4:32 pm
  • Updated:September 22, 2023 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ১০০টি শতরানের রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট কোহলি (Virat Kohli)? গত কয়েক বছর ধরে এই ইস্যু নিয়ে আলোচনা তুঙ্গে। আর কয়েক দিন পরেই শুরু হবে এবারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। কাপ যুদ্ধের অভিযান শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ও বর্তমান, দুই মহাতারকার মধ্যে একটি মিল তুলে ধরলেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)। ভারতের প্রাক্তন ব্যাটার ও ধারাভাষ্যকারের দাবি, দু’জনেই তাঁদের সময়ের দলের ‘অদৃশ্য অধিনায়ক’।

একটি ইউ টিউব চ্যানেলে মঞ্জরেকর বলেছেন, “শচীন ও বিরাটের মধ্যে সবচেয়ে বড় মিল হল ওরা ক্রিকেট নিবেদিত প্রাণ। দু’জনেই ক্রিকেটকে উপভোগ করে। সবসময় মাঠে থাকতে চায়। দলের জন্য পারফর্ম করতে চায়। দু’জনেই জাতীয় দলের অধিনায়কত্ব করেছে। আবার একাধিক অধিনায়কের অধীনে ওদের খেলার অভিজ্ঞতাও রয়েছে। তবে ক্রিকেটের প্রতি তাদের অবদান ও ব্যাক্তিত্বের জন্য শচীন ও বিরাট নিজের নিজের সময়ের যেন ‘অদৃশ্য অধিনায়ক’।”

Advertisement

[আরও পড়ুন: রোহিতের টিম ইন্ডিয়ার কোন বোলারকে ভয় পাচ্ছে ইংল্যান্ড? নাম জানলে চমকে উঠবেন]

শচীন ও বিরাটের চরিত্রের এই দিকটা নিয়ে আলোচনা করতে গিয়ে মঞ্জরেকর ফের যোগ করেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটে শচীনের শুরুটা আমি দেখেছি। এবং খেলা ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেও শচীনকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। অধিনায়ক থাকার সময় ওকে দলের পারফরম্যান্স, সতীর্থদের নিয়ে খুব খুঁটিয়ে চিন্তা করতে দেখেছি। তবে নেতৃত্ব ছাড়লেও শচীনের সেই অভ্যাসে কোনও বদল আসেনি। ফলে বোঝা যায় শচীনের ক্রিকেটের সঙ্গে কতটা জড়িয়ে ছিল। বিরাটের ক্ষেত্রেও ঠিক তাই। আইসিসি ট্রফি না জিতলেও, বিরাট কিন্তু নেতা হিসেবে দলকে একাধিক সাফল্য দিয়েছে। ওর অধিনায়কত্বে বিদেশে একাধিক টেস্ট সিরিজ জিতেছে ভারত। ঠিক তেমনই মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার নেতৃত্বে খেলার সময়েও বিরাট একইরকম ভাবে সহযোগিতা করছে। আর এটাই ওর সবচেয়ে বড় গুণ। সেটা এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলার সময় বোঝা গিয়েছিল।”

ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার থেকে দুরন্ত ফিল্ডার। সঙ্গে তিনি সুপার ফিট। বিরাট সব বিভাগেই সফল। এহেন বিরাট তাঁর ‘আইকন’ শচীনকে ছাপিয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছেন। ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে ৫০ ওভারের ফরম্যাটে ‘গড অফ ক্রিকেট’ ৪৯টি শতরান করেছেন। সেখানে বিরাট মাত্র ৩৪ বছরেই ৪৭টি শতরান করে বসে আছেন। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৯৪ বলে ১২২ রানে অপরাজিত ছিলেন ‘কিং কোহলি’। ফলে আর মাত্র ৩টি শতরান করতে পারলেই, একদিনের ক্রিকেটে বিরাট হয়ে যাবেন সর্বোচ্চ শতরানের মালিক।

কিন্তু প্রশ্ন হল বিরাট কি আদৌ টেস্টেও শচীনের শতরানের রেকর্ডকে ভাঙতে পারবেন? মাস্টার ব্লাস্টারের ঝুলিতে রয়েছে ৫১টি শতরান। সেখানে লাল বলের ক্রিকেটে বিরাটের শতরানের সংখ্যা ২৯। এই পরিসংখ্যান মনে করিয়ে মঞ্জরেকর শেষে বলেন, “বিরাট অন্য স্তরের ব্যাটার। ও আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান করতেই পারে। তবে তাই বলে টেস্টে শচীনের করা ৫১টি শতরানকে ছাপিয়ে যেতে পারবে বলে মনে হয় না। ৩৪ বছরের বিরাটের ঝুলিতে রয়েছে ২৯টি শতরান। আমার মনে হয় বিরাটের পক্ষে বাকি ২২টি শতরান করা খুবই কঠিন ব্যাপার।”

[আরও পড়ুন: অশ্বিন নয়, সুন্দরের দিকেই ভোট দিলেন হরভজন! কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement