Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বিরাট বনাম বোল্টের হাইভোল্টেজ সেমিফাইনালের দ্যুতি বাড়াতে পারেন শচীনের সঙ্গে বেকহ্যাম

একফ্রেমে শচীন-বেকহ্যাম!

ICC ODI World Cup 2023: David Beckham and Sachin Tendulkar to watch India vs New Zealand mega semifinal at Wangkhede stadium। Sangbad Pratidin

বাইশ গজের যুদ্ধে ক্রিকেট-ফুটবলের অভিনব গ্রন্থি। একমঞ্চে শচীন-বেকহ্যাম।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 14, 2023 11:28 am
  • Updated:November 14, 2023 12:03 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়, মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) বনাম ট্রেন্ট বোল্ট (Trent Boult)! জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বনাম কেন উইলিয়ামসন (Kane Williamson)! রাচীন রবীন্দ্র (Rachin Ravindra) বনাম মহম্মদ শামি (Mohammed Shami)!

বুধবারের ওয়াংখেড়ে সেমিফাইনালে জিভে জল আনা সম্ভাব‌্য চিত্তাকর্ষক ক্রিকেট যুদ্ধ। যা ভারতবর্ষের ক্রিকেট-নগরীর দীপাবলিকে আরও দীর্ঘায়িত করবে নিঃসন্দেহে, ক্রিকেটীয় সংঘর্ষের আতশবাজি জ্বালিয়ে। কিন্তু শুধুই বিরাট বনাম বোল্ট কিংবা টিম সাউদি (Tim Southee) বনাম রোহিত শর্মায় (Rohit Sharma) সীমাবদ্ধ থাকছে না বুধবারের ওয়াংখেড়ের সেমিফাইনাল। শেষ মুহূর্তে যদি নাটকীয় পটবদল না ঘটে, তা হলে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) সেমিফাইনালের ঔজ্জ্বল্যের রোশনাই অধিকতর ছড়াতে পারে আরও একজনকে ঘিরে। যিনি ক্রিকেটার নন, ফুটবলার। এবং বিশ্ববরেণ‌্য ফুটবলার। তাঁর নাম ডেভিড বেকহ‌্যাম (David Beckham)!

Advertisement

[আরও পড়ুন: ‘সেমিফাইনালের গাঁট ভারতকে এবারও ভোগাবে, কে বলল?’, আত্মবিশ্বাসী সৌরভ]

শুনলে আশ্চর্য লাগতে পারে। কিন্তু বলা হচ্ছে যে, ভারতীয় ক্রিকেটের মায়া-নগরীর মায়া বাড়িয়ে নাকি বুধবারের ওয়াংখেড়েতে উপস্থিত থাকতে চলেছেন ব্রিটিশ ফুটবলের মহাতারকা! অন্তত ওয়াকিবহাল মহলের কাছে তেমনই খবর। শোনা গেল, ইউনিসেফের ‘গুডউইল অ‌্যাম্বাসাডর’ হিসেবে তিনদিনের জন‌্য ভারত (India) সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) ইন্টার মায়ামি (Inter Miami FC) ক্লাবের কর্ণধার। তাঁর ক্লাবে সই করে ইতিমধ্যে বিশ্বফুটবলে তীব্র শোরগোল ফেলে দিয়েছেন কোনও এক লিওনেল মেসি (Lionel Messi)। বেকহ‌্যাম নিজগুণেও কম হীরকদ্যুতি ছড়ান না। খেলা ছাড়ার বহু, বহু বছর পরেও তাঁর মোহিনী শক্তি একই রকম অনির্বাণ, অটুট। এখনও তাঁকে এক পলক দর্শনের অভিলাষে হাজার-হাজারের জমায়েত হয়ে যায় মুহূর্তে। সেই বেকহ‌্যামের, সেই ডেভিড বেকহ‌্যামের ভারতে সেমিফাইনাল দেখতে আসা নাকি প্রায় নিশ্চিত।

ওয়াংখেড়েতে ( Wangkhede Stadium) উপস্থিত হয়ে দেখা গেল, বেকহ‌্যাম নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মোটামুটি। কোথায় তিনি বসবেন, তাঁর জন‌্য কী কী আয়োজন থাকবে না থাকবে, সেই সমস্ত নিয়ে তোড়জোড় চলছে। যতটুকু যা জানা গেল, ক্রিকেট ঈশ্বর শচীন রমেশ তেণ্ডুলকরের (Sachin Tendulkar) পাশে বেকহ‌্যামকে বসানোর চিন্তাভাবনা চলছে। শচীন আবার চলতি ওয়ানডে বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) ব্র‌্যান্ড অ‌্যাম্বাসাডর। অর্থাৎ, ক্রিকেট-ফুটবলের অভিনব গ্রন্থি যাতে সৃষ্টি হয়, ওয়াংখেড়ে যাতে পায় অমরত্বের ফ্রেম, তার সর্বাত্মক চেষ্টা চলছে। দাঁড়ান, আরও আছে। খেলার আগে শচীনের সঙ্গে বেকহ‌্যামের একটা আড্ডা-পর্ব আয়োজন করার কথা ভাবা হচ্ছে। ইনিংসের বিরতিতে খুদেদের সঙ্গে ফুটবলবিশ্বের ‘বেকস’ বল নিয়ে নেমে পড়তে পারেন বলেও শোনা গেল।

বিশ্বকাপ সেমিফাইনাল ঘিরে আকর্ষণের ‘হোমযজ্ঞে’ আর কত ঘৃতাহুতি প্রয়োজন, হে পাঠক?

[আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের ম্যাচ উইনার ব্যাটারদের বোলিং পারফরম্যান্স কেমন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement