Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: কোহলিকে সোনার ব্যাট উপহার, কেক কেটে সেলিব্রেশন, ম্যাচের পরও জমজমাট রাতের ইডেন

সোনার ব্যাটে বিরাট বরণ।

ICC ODI World Cup 2023: CAB gifts Virat Kohli golden bat on 35th birthday following India's win at Eden against South Africa। Sangbad Pratidin

সোনার ব্যাট হাতে পাওয়ার পর সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 6, 2023 9:50 am
  • Updated:November 6, 2023 1:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) দক্ষিণ আফ্রিকাকে (South Africa) ২৪৩ রানে হারিয়ে আটে আট করে ফেলেছে টিম ইন্ডিয়া (Team India)। এর আগেই অবশ্য ইডেন গার্ডেন্স (Eden Gardens) বিরাট কোহলির (Virat Kohli) ৪৯তম শতরানের সাক্ষী থেকেছে। এহেন ‘কিং কোহলি’-র ৩৫তম জন্মদিন বলে কথা। এরমধ্যে এমন বিশেষ দিনেই শচীন তেণ্ডুলকরকে (Sachin Tendulkar) ছুঁলেন কিং কোহলি। আগে থেকেই সিএবি-র (CAB) পরিকল্পনা ছিল ম্যাচের দিন বিরাটের হাতে স্মারক হিসাবে তুলে দেওয়া হবে সোনার ব্যাট। সেই মতো অবশেষে এই সেই মুহূর্ত। তাঁর হাতে তুলে দেওয়া হল সোনার ব্যাট।

ম্যাচ তখন শেষ। টিম ইন্ডিয়ার মহাতারকার হাতে সোনার ব্যাট তুলে দিলেন সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সহযোগিতায় বিরাটের জন্য তৈরি হয়েছে একটি সোনার ব্যাট। তা দিয়েই বরণ করে নেওয়া হল তাঁকে। সেই ব্যাটে লেখা ছিল ‘শুভ জন্মদিন বিরাট’। নিচে ‘আপনি উৎসর্গের প্রতীক এবং একটি জীবন্ত প্রমাণ যে বয়স মাত্র একটি সংখ্যা’। বিরাট একটি বিশালাকার কেকও কাটেন যা বিশেষ করে বিরাটের স্ট্যাটিউট দিয়ে তৈরি ডার্ক চকোলেট কেকের উপরে নীল আইসিং দিয়ে।

Advertisement

[আরও পড়ুন: বিরাটের ৪৯তম শতরানের পর, প্রোটিয়াদের উড়িয়ে ২৪৩ রানে জয়! দেখে নিন ইডেনের বুকে তৈরি হওয়া একাধিক রেকর্ড]

Virat Kohli Cake
ম্যাচের শেষে এই কেক কেটেছিলেন বিরাট। ছবি: সংবাদ প্রতিদিনI

ভারতীয় ক্রিকেট নক্ষত্রের জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল সিএবির তরফে। যে নীল নকশা তৈরি করা হয়েছিল, তাতে বেশ কয়েকটি চমক ছিল। সবচেয়ে বড় চমক ছিল ইডেনের প্রায় সত্তর হাজার গ্যালারির জন্য রাখা হবে ‘কোহলি-মুখোশ’। পাশাপাশি বিরাটের জন্য স্পেশাল বার্থডে কেকেরও ব্যবস্থা রাখা হয়েছিল। সেই কেক কাটার মুহূর্তে গোটা গ্যালারি ‘বিরাট-মুখোশ’ পরে জন্মদিনে শামিল হবে, সেটাই ছিল সিএবির পরিকল্পনা। কিন্তু বোর্ডের তরফে অনুমতি মেলেনি। আসলে বিরাটের জন্মদিন পালনে স্বার্থের সংঘাত দেখেছিল বিসিসিআই। গোটা গ্যালারি বিরাট-উদযাপনে মাতলে সমস্যা হবে বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার বিপণনে। স্পনসরদের কথা মাথায় রেখেই অনুমতি দিতে নারাজ ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। যদিও সোনার ব্যাট হাতে তুলে নেওয়ার পর এই কেক কাটেন বিরাট।

এদিকে ৪৯তম শতরানের নেপথ্যে টিম ম্যানেজমেন্টের অবদানের কথাও তুলে ধরেন বিরাট। তিনি বলেন, “সকলকে বলা হয়েছিল আমার সঙ্গেই ব্যাট করতে। খেলাটা উপভোগ করছিলাম আমি। ঈশ্বর আমাকে এই অসাধারণ মুহূর্ত উপভোগ করতে দিয়েছেন তাই আমি কৃতজ্ঞ।” দর্শকদের ধন্যবাদ দিয়ে বিরাট বলেন, “আমার জন্মদিনটা ভক্তরা বরাবরই স্পেশাল করে তোলেন। সেটা আমাকে বাড়তি মোটিভেশন দেয়। প্রসঙ্গত, এদিন ম্যাচের সেরার পুরস্কারও তুলে দেওয়া হয় বিরাটের হাতে।

এদিন শতরান করে শচীন তেণ্ডুলকরের ওয়ানডে সেঞ্চুরির নজির ছুঁয়েছেন বিরাট। চেজমাস্টারের জন্য বিশেষ বার্তাও দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেই প্রসঙ্গে বিরাটের মত, “আমার হিরোর সঙ্গে একই রেকর্ড ভাগ করে নেওয়া, সেটা আমার কাছে খুবই স্পেশাল। শচীনকে টিভিতে খেলতে দেখেছি। আজকের এই মুহূর্তে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি। তবে আমি কখনওই শচীন হতে পারব না।”

[আরও পড়ুন: বিরাটকে দেখে মাঠের মধ্যেই প্রণাম খুদের, কিং কোহলির ব্যবহারে মুগ্ধ ইডেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement