ভারতের বিরুদ্ধে টেস্টে সিরিজে অনিশ্চিত বেন স্টোকস। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধুমাত্র দেশকে পরপর বিশ্বকাপ এনে দেওয়ার জন্যই তিনি ভারতে আসবেন। তবে এবারের বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) শেষ হলেই বেন স্টোকস (Ben Stokes) উড়ে যাবেন নিজের দেশে। ভারতের (Team India) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের (England) অধিনায়ককে পাওয়া যাবে না। বিলেতের একাধিক সংবাদ মাধ্যমের এমনই বক্তব্য রেখেছেন স্টোকস। বেশ কয়েক বছর ধরেই হাঁটুর চোটে জর্জরিত ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার। এবার নিজের ভবিষ্যতের কথা মাথায় রেখে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডকে ৫০ ওভার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো স্টোকস। আর তেমনটা হলে যে ইংল্যান্ডের কাছে বড় ধাক্কা হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামার আগে স্টোকস সাংবাদিকদের বলেছেন, “আমি তো অলরাউন্ডার হিসেবেই ইংল্যান্ডকে সার্ভিস দিতে চাই। তবে হাঁটুর চোট গত কয়েক বছর ধরেই ভুগিয়ে যাচ্ছে। যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে বিশ্বকাপে হয়তো আমাকে শুধু ব্যাটার হিসেবেই দেখতে পাওয়া যাবে। দেখা যাক হাঁটুর অবস্থা কোন জায়গায় থাকে। তেমন ভাবেই সব সিদ্ধান্ত নেব। যদি দেখি বিশ্বকাপের পর বিশ্রামের প্রয়োজন। তাহলে বিশ্বকাপ শেষ হলেই অস্ত্রোপচার করাতে পারি।”
আগামী বছর ২৫ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবেন জো রুট-জনি বেয়ারস্টোরা। সেখানে কি তাহলে স্টোকসকে দেখা যাবে না? বিশ্বকাপের পর যদি স্টোকস শেষ পর্যন্ত অস্ত্রোপচার করান, তাহলে তাঁর পক্ষে সেই হাই ভোল্টেজ টেস্ট সিরিজ খেলা সম্ভব নয়। কারণ শল্য চিকিৎসকদের মতে হাঁটুর বড় অস্ত্রোপচার হলে মাঠে ফিরে আসতে অন্তত ৮-১২ সপ্তাহ সময় লেগে যায়। এবার অস্ত্রোপচারের পর স্টোকসকে আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে দেখা যাবে কিনা সেটাই দেখার।
হাঁটুর এই চোটের জন্যই গত অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পর থেকে স্টোকসকে ব্যাটার হিসেবে দেখা গিয়েছিল। ক্রিকেট পণ্ডিতদের মতে নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপেও স্টোকসকে ব্যাটার হিসেবেই দেখা যেতে পারে। এবার তিনি শেষ পর্যন্ত অস্ত্রোপচার করান কিনা সেই দিকে তাকিয়ে রয়েছে ক্রিকেট দুনিয়া। তেমনটা হলে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আর সেটা হলে যে ইংল্যান্ডের কাছে বড় ধাক্কা হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.