সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ সেপ্টেম্বর এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে ভারত-পাকিস্তান (IND vs PAK) মহারণ। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে এর পরের দিন, অর্থাৎ ৩ সেপ্টেম্বর আসন্ন বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) দল ঘোষণা করে দিতে পারে অজিত আগরকরের (Ajit Agarkar) জাতীয় নির্বাচক কমিটি। তবে ডেডলাইন পূর্ণ হওয়ার দু’দিন আগে বিসিসিআই (BCCI) সেরা ১৫ জন ক্রিকেটারের নাম জানিয়ে দিতে পারবে।
কাপ যুদ্ধের আগে ২১ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। এদিকে ৮ অক্টোবর আবার সেই প্যাট কামিন্সের (Pat Cummins) দলের বিরুদ্ধেই বিশ্বকাপ অভিযান শুরু করবেন রোহিত শর্মা (Rohit Sharma)-বিরাট কোহলিরা (Virat Kohli)। আইসিসি (ICC) সূত্র মারফত জানা গিয়েছে যে, ২৮ সেপ্টেম্বরের মধ্যে কাপ যুদ্ধের জন্য ভারতীয় দলের বদল ঘটানো যাবে।
এখনও নিশ্চিত না হলেও শোনা যাচ্ছে এশিয়া কাপে কেএল রাহুলকে দেখে নেওয়ার পর, বিশ্বকাপের প্রাথমিক দলেও তাঁকে রেখে দেওয়া হবে। তবে কেএল রাহুল পুরো ফিট না হলেও, কেন তাঁকে এশিয়া কাপের দলে রাখা হল সেটা নিয়ে বিতর্ক তুঙ্গে। তবুও মিডল অর্ডারের অভিজ্ঞ ব্যাটারকে ফের একবার সুযোগ দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। এদিকে শ্রেয়স আইয়ারের ক্ষেত্রেও সেই একই ব্যাপার প্রযোজ্য। এখন ভারত কেমন দল গড়ে বিশ্বকাপে অভিযানে নামে সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.