Advertisement
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: ভরা স্টেডিয়ামে বিরাটকে ‘আই লাভ ইউ’ বলে প্রোপজ করে দিলেন অরিজিৎ! দেখুন ভাইরাল ভিডিও

অরিজিতের ফ্যান বয় মোমেন্ট।

ICC ODI World Cup 2023: Arijit Singh screams 'I love you Virat'. Cricketer's reaction wins hearts। Sangbad Pratidin

ফের খুব কাছাকাছি ভারতের দুই আইকন। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 17, 2023 3:58 pm
  • Updated:October 17, 2023 3:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ততক্ষণে আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi) গ্যালারি কানায় কানায় ভরে উঠেছে। ভারত-পাকিস্তান (IND vs PAK) মহারণ আর কিছুক্ষণ পরেই শুরু হওয়ার কথা। ভিআইপি বক্সে বসে আছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। মহারণে নামার আগে ওয়ার্ম আপ সেরে নিচ্ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ঠিক সেই সময় মাঠের একটা দিকে স্টেজ তৈরি করে চলছে অনুষ্ঠান। গিটার হাতে গান গাইছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)।

তাঁর ঠিক সামনে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী কোয়েল সিং (Koyel Singh)। ঠিক এমন সময় ‘কিং কোহলি’-কে (King Kohli) দেখেই তাঁকে সবার সামনে ‘আই লাভ ইউ’ বলে ফেললেন এই মুহূর্তে বলিউডের (Bollywood) এক নম্বর গায়ক। অরিজিতের আবেগ দেখে নিজেকে আর আটকে রাখতে পারেননি টিম ইন্ডিয়ার (Team India) মহাতারকা। তিনিও অনুশীলনের মাঝে নাচের তালে মেতে ওঠেন। সোশাল মিডিয়ার যুগে সেই মুহূর্ত ভাইরাল হতে সময় লাগেনি।

Advertisement

[আরও পড়ুন: কবে বদলে গিয়েছিল রোহিতের ভাগ্য? জানালেন হিটম্যানের প্রিয় বন্ধু]

 

অরিজিৎ মানেই তাঁর অনুরাগীদের কাছে আলাদা আবেগ। তাঁর জীবনযাপন, চলাফেরা বহু মানুষের কাছে প্রেরণা। আর সেই অরিজিতের সঙ্গে বিরাটের সম্পর্কের কথাও অনেকেই জানেন। মঞ্চে পারফর্ম করার সময় অরিজিৎ হঠাৎ বিরাটকে দেখে চিৎকার করতে শুরু করেন। একদিকে যখন অরিজিৎ পারফর্ম করছিলেন, মাঠে তখন গোটা ভারতীয় দল প্র্যাকটিস করছিল। অরিজিতের কাছাকাছি ছিলেন বিরাট।

২০১৭ সালের ১৭ অক্টোবর প্রথমবার ভারতের দুই আইকন একে অপরের কাছাকাছি এসেছিলেন। বিরাটের মুম্বইয়ের বাড়িতে আড্ডা দিতে এসেছিলেন অরিজিৎ। তাঁর সঙ্গে কথা বলার পরেই টুইট করেছিলেন বিরাট। লিখেছিলেন, ‘আমার কাছে একেবারে ফ্যান বয় মোমেন্ট! অসাধারণ একজন মানুষের সঙ্গে পরিচয় হল। আমার মতে ওর মতো কেউ নিজের সুরে ও গানে গোটা দেশকে আবদ্ধ রাখতে পারবে না। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

 

ফের একবার ওঁদের দুজনের দেখা হল। বোঝা গেল একে অপরকে কতটা সম্মান করেন। দুজনের নিখাদ ভালোবাসার সাক্ষী থাকল ভাইরাল হওয়ার এই ভিডিও। তবে শুধু বিরাট নন। গত আইপিএল-এ উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিতের আরও একটি ফ্যান বয় মোমেন্ট দেখা গিয়েছিল। সেবার মহেন্দ্র সিং ধোনির আসার পরেই, বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ককে প্রমাণ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে উঠে আসা এই মুহূর্তে বলিউডের হার্টথ্রব। আর এবার জনসমক্ষে বিরাটকে ‘আই লাভ ইউ’ বলে দিলেন বঙ্গ সন্তান।

[আরও পড়ুন: ‘পাকিস্তানের থেকে ভারত অনেক এগিয়ে, বুমরাহ-শাহিনের মধ্যে আকাশ-পাতাল তফাৎ!’, গম্ভীরের বিস্ফোরণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement