Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: অ্যাঞ্জেলো ম্যাথিউজ নাকি শাকিব? ‘টাইমড আউট’ মহাবিতর্কে কার পাশে দাঁড়ালেন অশ্বিন?

কে ঠিক, কে ভুল? জানালেন অশ্বিন।

ICC ODI World Cup 2023: Angelo Mathews's disappointment justified, Ravichandran Ashwin weighs in on timed out dismissal। Sangbad Pratidin

'টাইমড আউট' বিতর্কে বড় মন্তব্য করলেন অশ্বিন।

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 10, 2023 3:13 pm
  • Updated:November 10, 2023 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতদৃষ্টিতে একটা নির্বিষ ম্যাচ ছিল। কিন্তু চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) শ্রীলঙ্কা (Sri Lanka) বনাম বাংলাদেশ (Bangladesh) ম্যাচ থেকে এমন মহাবিতর্ক জন্ম নেবে সেটা কে জানত! আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ‘টাইমড আউট’ (Timed Out) হয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (Angelo Mathews)। সাজঘরে যাওয়ার আগে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন হেলমেট। যদিও শাকিব আল হাসান (Shakib Al Hasan) কিন্তু তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন। এমনভাবে আউট হওয়ার পর শ্রীলঙ্কার তারকা ক্রিকেটারের রাগ কমেনি। সাংবাদিক বৈঠকের পর নিজের X হ্যান্ডেলে তীব্র ক্ষোভ উগরে দেন। স্বভাবতই এই মহাবিতর্ককে কেন্দ্র করে বিশ্ব ক্রিকেট দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এবার এই ইস্যু নিয়ে মন্তব্য করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। জানিয়ে দিলেন আম্পায়ার তাঁর বিপক্ষে সিদ্ধান্ত নিলে, তিনি অ্যাঞ্জেলো ম্যাথিউজের আগে প্রথম ক্রিকেটার হিসাবে তিনিই ‘টাইমড আউট’ হতে পারতেন।

ক্রিকেট নিয়ে আলোচনা করার জন্য নিজের ইউ টিউব চ্যানেলকে বেছে নেন টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ অফ স্পিনার। তিনি বলেন, “অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে ক্রিকেটের নিয়ম নিয়ে আলোচনা হচ্ছে। অন্যদিকে কয়েক জন ‘স্পিরিট অফ ক্রিকেট’-কে বড় করে দেখছেন। ম্যাথিউজ যখন ব্যাট করতে নামে, ওর হেলমেট ঠিক ছিল না। এদিকে এই ইস্যু বড় আকার ধারণ করার পর একটা পুরনো ভিডিও ফের ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে শাকিব ব্যাট করতে আসার সময় হঠাৎ খেয়াল করে যে, ও অ্যাবডোমেন গার্ড পরেনি! সেইজন্য প্রায় মাঝমাঠ থেকে সাজঘরে ফিরে গেলেও, শ্রীলঙ্কার ক্রিকেটাররা আউটের জন্য আম্পায়ারের কাছে আবেদন করেনি। বরং শাকিবের কাজ দেখে ওরা মাঠে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। তবে যাই হোক, এবারের কাপ যুদ্ধে এই ‘টাইমড আউট’ ইস্যুর জন্য দুই দেশের মধ্যে যেন যুদ্ধ শুরু হয়ে গেল!”

Advertisement

[আরও পড়ুন: ‘সুনীল গাভাসকর-শচীনকে ছাপিয়ে বিরাটই সর্বকালের সেরা!’ ভিভ রিচার্ডসের বড় মন্তব্য]

এখানেই না থেমে অশ্বিন ফের যোগ করেন, “নিয়ম অনুসারে শাকিব সঠিক কাজ করেছে। শাকিবের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে আউট দিতে বাধ্য। তিনি সেটাই করেছেন। শোনা যাচ্ছে অ্যাঞ্জেলো নাকি সময় নষ্ট করছিল। সেইজন্য আম্পায়ার ওকে সতর্ক করে। তবে যাই হোক কোনও ব্যাটার এভাবে আউট হতে রাজি নয়। ‘টাইমড আউট’ আউট হলে একজন ব্যাটারের খারাপ তো লাগবেই। আসলে দুজনেই নিজের জায়গায় সঠিক। শাকিবের নিয়ম মেনেই আউটের আবেদন করেছিল। অন্যদিকে অ্যাঞ্জেলো হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়েছিল।”

আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে অ্যাঞ্জেলো ম্যাথিউজ প্রথম ব্যাটার যিনি ‘টাইমড আউট’ হলেন। অন্যদিকে তাঁর বিরুদ্ধে আউটের আবেদন করে অনেকের কাছে শাকিব এখন কার্যত ‘ভিলেন’! এদিকে অশ্বিন এই ইস্যুতে নিজের একটি অভিজ্ঞতা তুলে ধরেছেন। গত বর্ডার-গাভাসকর ট্রফির নাগপুরে আয়োজিত প্রথম টেস্ট চলাকালীন সময় নষ্ট করছিলেন অশ্বিন। শেষ সেশন চলার সময় তিনি ধীরেসুস্থে ক্রিজের দিকে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে মাঠে থাকা আম্পায়ার কাছে ডেকে নেন। এবং সতর্ক করে দেন যে, অস্ট্রেলিয়া আউটের জন্য আবেদন করলে, তিনি কিন্তু আঙুল তুলে দেবেন। অশ্বিন আম্পায়ারের নির্দেশকে গুরুত্ব দেওয়ার জন্য সেই যাত্রায় বেঁচে যান।

[আরও পড়ুন: ‘বৃথা আশা…’ সেমিতে যেতে ৬ ওভারে ৩০০ তুলতে হবে বাবরের পাকিস্তানকে!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement