আশায় বুক বাঁধছে বাংলাদেশ। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) কাছে হেরে বাংলাদেশের (Bangladesh) বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) অভিযান শেষ হয়ে গিয়েছে। তবে তাই বলে টাইগার্সদের চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC 2025 Champions Trophy) খেলার আশা এখনও শেষ হয়ে যায়নি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে এখন বাংলাদেশকে তাকিয়ে থাকতে হচ্ছে টিম ইন্ডিয়ার (Team India) দিকে। ১২ নভেম্বর ভারতের বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস (Netherlands)। সেই ম্যাচে ডাচরা হারলেই, শাকিব আল হাসানের (Shakib Al Hasan) টাইগার্সরা ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট হাতে পেয়ে যাবে।
কিন্তু কেন ভারতের দিকে মুখ চেয়ে বসে আছেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)-লিটন দাসরা (Litton Das)? লিগ টেবলের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, ৯ ম্যাচ খেলে বাংলাদেশের ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। অষ্টম স্থানে রয়েছে টাইগার্সরা। সেখানে এই মুহূর্তে ৮ ম্যাচে সম সংখ্যক পয়েন্ট নিয়ে একেবারে শেষে রয়েছে নেদারল্যান্ডস।
লিগ পর্বের শেষ ম্যাচে যদি ডাচরা ফের একবার অঘটন ঘটাতে পারে, তাহলে ৯ ম্যাচে তাদের ঝুলিতে চলে আসবে ৬ পয়েন্ট। সেক্ষেত্রে বাংলাদেশকে পিছিয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করবে নেদারল্যান্ডস। তবে ভারত যদি তাদের পরবর্তী প্রতিপক্ষকে হারিয়ে দেয়, তাহলে অনায়াসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ পেয়ে যাবে বাংলাদেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.