Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: অস্ট্রেলিয়া ম্যাচের আগে এল সুখবর, কোন মেগা টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পেল আফগানরা?

মিনি বিশ্বকাপ খেলবে আফগানিস্তান।

ICC ODI World Cup 2023: Afghanistan qualify for Champions Trophy for first time, set to play tournament in 2025। Sangbad Pratidin

বড় সুযোগ পেল আফগানিস্তান। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 7, 2023 9:47 am
  • Updated:November 7, 2023 1:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরেই চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে নামবে আফগানিস্তান (Afghanistan)। ডেভিড ওয়ার্নার (David Warner)-প্যাট কামিন্সদের (Pat Cummins) হারাতে পারলেই শেষ চারের দিকে আরও এগিয়ে যাবে আফগানরা। এমন প্রেক্ষাপটে রশিদ খান (Rashid Khan)-মহম্মদ নবিদের (Mohammad Nabi) জন্য আরও একটি সুখবর। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) খেলার জন্য ছাড়পত্র পেয়ে গেলেন রহমত শাহ (Rahmat Shah)-রহমানুল্লাহ গুরবাজরা (Rahmanullah Gurbaz)।

সোমবার অর্থাৎ ৬ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা ৩ উইকেটে হারতেই আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হয়ে যায়। ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে বাবর আজমরা তো খেলবেনই। এছাড়া এবারের কাপ যুদ্ধে প্রথম সাত নম্বরে থাকা দল এই প্রতিযোগিতা খেলার সুযোগ পাবে।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার কাছে আরও পাঁচ সেকেন্ড সময় ছিল!’ শাকিবের বাংলাদেশ ছাড়া আর কার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন ম্যাথিউজ?]

এর আগে ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপে আফগানিস্তান মাত্র ১টি ম্যাচ জিতেছিল। তবে এবার একেবারে ভিন্ন মেজাজে আফগানদের দেখা যাচ্ছে। তিনটি বিশ্বকাপ জয়ী দল ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ার পাশাপাশি নেদারল্যান্ডসকেও হারিয়েছে ইব্রাহিম জারদান-মুজিব উর রহমানরা।

এই মুহূর্তে লিগ টেবলের ছয় নম্বরে রয়েছে আফগানিস্তান। মঙ্গলবার অজিদের হারিয়ে আফগানরা চমক দিতে পারলে, পাকিস্তান আরও পিছিয়ে যাবে। এর পর ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে আফগানরা। এখন শেষ দুই ম্যাচে রশিদ খানরা কতটা চমক দিতে পারে সেটাই দেখার।

[আরও পড়ুন: টাইমড আউটের আবেদন প্রত্যাহার করার কথা বলেছিলেন আম্পায়ার, অনড় থাকেন শাকিব]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement