Advertisement
Advertisement
ICC ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: বিরাটের ৩৫তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে ইডেনে এবি ডিভিলিয়ার্স, দেখুন ভাইরাল ভিডিও

একফ্রেমে দুই কিংবদন্তি।

ICC ODI World Cup 2023: AB de Villiers met Virat Kohli at Eden Garden on his 35th birthday, video gone viral। Sangbad Pratidin

এবি ডিভিলিয়ারর্সের সঙ্গে আড্ডায় মজে বিরাট। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 5, 2023 3:22 pm
  • Updated:November 5, 2023 3:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার-ছক্কা মারা তাঁর কাছে ছিল জলভাত। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ বলেই পরিচিত। এহেন এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) সঙ্গে বিরাট কোহলির (Virat Kohli) বন্ধুত্বের কথা কারও অজানা নয়। দক্ষিণ আফ্রিকার (South Africa) এহেন প্রাক্তন তারকা এবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পা রাখলেন। ‘কিং কোহলি’-কে (King Kohli) তাঁর ৩৫তম জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য। সেই ভিডিও আইসিসি (ICC) সোশাল মিডিয়াতে পোস্ট করেছে।

ইডেনে মুখোমুখি হয়েছে চলতি বিশ্বকাপের এক ও নম্বর দল। নিজের দেশ জিতুক, এই আশা অবশ্যই থাকবে ডেভিলিয়ার্সের। এর সঙ্গে রয়েছে বিরাটের ব্যাটিং দেখা। আইপিএলে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে তাঁর ও বিরাটের বন্ধুত্ব তো থেকে বারবার শিরোনামে। দুই ক্রিকেটারেরই দুজনের প্রতি অগাধ শ্রদ্ধা। যা বারবার প্রকাশ্যে বিভিন্ন সময়ে ব্যক্ত করেছেন দুজনেই। প্রিয় বন্ধুর ৩৫তম জন্মদিনে মাঠে থাকাটাও তো এক অনুভূতি। সেটা হাতছাড়া করতে নারাজ ছিলেন এবি। তাই এবার তিনি ক্রিকেটের নন্দনকাননে চলে এলেন।

Advertisement

[আরও পড়ুন: ‘কিং কোহলি’-র ৩৫তম জন্মদিনে ‘প্রিন্স’ শুভমানের শুভেচ্ছা, দেখুন ভাইরাল ভিডিও]

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

এদিন ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় দল তখন অনুশীলনে ব্যস্ত। ঠিক সেই সময় ডিভিলিয়ার্সকে দেখেই মাঠের ধারে চলে আসেন বিরাট। দুজন অনেকটা সময় কথা বলতে দেখা যায়। কিছুক্ষণ পর তাঁদের আলোচনায় যোগ দেন ওয়াকার ইউনিস। সেই ভিডিও আইসিসি পোস্ট করেছে।

[আরও পড়ুন: জন্মদিনেই কি ৪৯তম শতরান? ইডেনে কেমন রেকর্ড বিরাটের?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement