Advertisement
Advertisement
ICC ODI Team Ranking

ICC ODI Team Ranking: এশিয়া কাপ জিতেও ওয়ানডেতে শীর্ষস্থান হারাল ভারত, হতশ্রী বিদায়ের পরে একনম্বরে পাকিস্তান

ভারত কি পারবে একনম্বর হতে?

ICC ODI Team Ranking: Pakistan have become the No.1 ranked ODI side and India in 2nd spot as per the updated ICC rankings । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 18, 2023 4:20 pm
  • Updated:September 18, 2023 7:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত (Indian Cricket Team)। কিন্তু তাতেও আইসিসি  র‌্যাঙ্কিংয়ে(ICC ODI Ranking) একনম্বর স্থান দখল করতে পারল না রোহিত শর্মার ভারত। এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে পারেনি পাকিস্তান। সেই পাকিস্তানই আইসিসি-র ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে নিল। নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী একনম্বরে পাকিস্তান। ভারত দু’ নম্বরে।

দিনকয়েক আগে এক নম্বর স্থানে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হেরে যাওয়ার ফলে তিন নম্বরে নেমে আসে অজিরা। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অস্ট্রেলিয়া যদি টিম ইন্ডিয়াকে হোয়াইট ওয়াশ করে সেই সিরিজে, তাহলে পাকিস্তানকে একনম্বর পজিশন থেকে সরিয়ে অস্ট্রেলিয়াই শীর্ষস্থান দখল করবে। 

Advertisement

[আরও পড়ুন: EXCLUSIVE, Kuldeep Yadav: বিশ্বকাপে কুলদীপের ভয়ে কেঁপে যাবে বিপক্ষ! আগাম সতর্ক করে দিলেন ছোটবেলার কোচ]

 

প্রথম ওয়ানডে ম্যাচে অজিদের হারালে ভারত পৌঁছে যাবে একনম্বর স্থানে। আর টিম ইন্ডিয়া যদি ২-১-এ হার মানে সিরিজে, তাহলে বাবর আজমের পাকিস্তান ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থেকেই যাবে। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষ স্থান দখল করেছে ভারতীয় দল। ওয়ানডে-তেও যদি এক নম্বর স্থান দখল করে রোহিত শর্মার দল, তাহলে তিনটি ফরম্যাটেই এক নম্বর স্থানে থাকবে টিম ইন্ডিয়া। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ৩-২-এ অস্ট্রেলিয়াকে হারালেও র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানেই রয়েছে প্রোটিয়ারা।

[আরও পড়ুন: ‘লড়াই ওর রক্তে, মহম্মদ সিরাজ হতে গেলে দম লাগে’, ছাত্রের আগুনে পারফরম্যান্স দেখে মুগ্ধ ছোটবেলার কোচ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement