Advertisement
Advertisement
ICC Men's World Cup 2023

ICC Men’s World Cup 2023: বিশ্বকাপের মাঝেই ভারত ছাড়লেন পাক সঞ্চালিকা! নেপথ্যের কারণ ঘিরে জল্পনা 

এক সপ্তাহ আগে এদেশে এসেছিলেন তিনি।

ICC Men's World Cup 2023: Pakistani sports presenter Zainab Abbas leaves India । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 9, 2023 8:35 pm
  • Updated:October 9, 2023 8:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের ক্রীড়া সঞ্চালিকা জয়নাব আব্বাস (Zainab Abbas) ভারত ছাড়লেন। আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ধারাভাষ্যকারদের প্যানেলে ছিলেন তিনি। কিন্তু আচমকাই ভারত ছেড়ে চলে যান তিনি। তাঁকে ভারত ছাড়তে হল কেন? ৯ বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী পোস্ট করার জেরেই তাঁকে ভারত ছাড়তে হল বলে মনে করা হচ্ছে। 

বিনীত জিন্দাল নামে দিল্লির এক আইনজীবীর পোস্ট থেকে জানা যাচ্ছে, ৫ অক্টোবর জয়নাবের নামে দিল্লি পুলিশের সাইবার সেলে নালিশ জানিয়েছিলেন তিনি। হিন্দুত্ব বিরোধী এবং ভারত বিরোধী মন্তব্য করার জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুরোধ করেন।  এক সপ্তাহ আগে ভারতে এসেছিলেন তিনি। পাকিস্তান যে যে স্থানে গিয়ে খেলবে, সেই সেই জায়গায় জয়নাবের যাওয়ার কথা ছিল। 

Advertisement

[আরও পড়ুন: Shubman Gill: রশিদ খানদের বিরুদ্ধে নেই শুভমান, পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন?]

যদিও জয়নাবের ভারত ছাড়ার কারণ এটাই কিনা জানা যায়নি। তিনি দুবাইয়ে পৌঁছেছেন বলে খবর। 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement