Advertisement
Advertisement

Breaking News

ICC Men's Cricket World Cup 2023

ICC Men’s Cricket World Cup 2023: ৩৫তম জন্মদিনেই আসুক ৪৯তম শতরান, কোহলির জন্য রিজওয়ানের ‘বিরাট’ প্রার্থনা

বিরাটের মাইলস্টোন দেখার অপেক্ষায় রিজওয়ান।

ICC Men's Cricket World Cup 2023: Hope Virat Kohli gets his 49th ODI hundred on birthday, says Mohammad Rizwan। Sangbad Pratidin

মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বী হলেও, মাঠের বাইরে দুই তারকা দারুণ বন্ধু। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:October 31, 2023 11:38 am
  • Updated:October 31, 2023 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) দুজনেই দারুণ ফর্মে আছেন। একজন বিরাট কোহলি (Virat Kohli)। আর একজন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। তবে দুই তারকার দলের পারফরম্যান্সের মধ্যে আকাশ-পাতাল ফারাক। টিম ইন্ডিয়া (Team India) ‘ছয়ে ছয়’ করে লিগ টেবলের শীর্ষে রয়েছে। সেমিফাইনাল পাকা। অন্যদিকে পাকিস্তান (Pakistan) পরপর চার ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে দাঁড়িয়ে আছে। এমন প্রেক্ষাপটে ‘কিং কোহলি’-র (King Kohli) ৩৫তম জন্মদিনে একদিনের ক্রিকেটে তাঁর ৪৯তম শতরানের জন্য প্রার্থনা পাক উইকেটকিপার।

আগামী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজে ভারত ও দক্ষিণ (IND vs SA) আফ্রিকা মুখোমুখি হবে। সেদিনই আবার বিরাটের ৩৫তম জন্মদিন (Virat Kohli’s 35th Birthday)। এমন প্রেক্ষাপটে বিরাটের জন্য প্রার্থনা করে রিজওয়ান বললেন, “৫ নভেম্বর বিরাটের জন্মদিন! শুনে ভালো লাগল। ওকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাই। যদিও আমি ব্যক্তিগত ভাবে জন্মদিন পালনে বিশ্বাসী নই। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা ৩৫তম জন্মদিনেই যে বিরাট ওর ৪৯তম শতরান করতে পারে। এবং চলতি বিশ্বকাপেই (ICC Men’s Cricket World Cup 2023) ওর ব্যাট থেকে ৫০তম শতরান দেখতে চাই।”

Advertisement

[আরও পড়ুন: বিরাটের ৩৫তম জন্মদিনে রোহিতের পয়া ইডেনে আসছেন অমিত শাহ]

এদিকে বিরাটের জন্মদিন উপলক্ষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে বিরাটের জন্য বিশেষ কেকের ব্যবস্থা করা হচ্ছে সিএবি-র (CAB) তরফে। সেই কেক কেটে জন্মদিন উদযাপন করবেন বিরাট-রাজা। শুধু কি তাই? আরও আছে! প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, কোহলির জন্মদিনে উপস্থিত ইডেনের সমস্ত দর্শকদের দেওয়া হবে স্পেশাল কেক। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়। অতঃপর? দমছে না সিএবি। ঠিক হয়েছে, ম্যাচের দিন গ্যালারিতে উপস্থিত দর্শকদের জন্য থাকবে ‘কোহলি মুখোশ’। অর্থাৎ ইডেনে বিরাট পদধ্বনিতে কোহলিময় হয়ে উঠবে গোটা নন্দনকানন। ক্রিকেটের ‘কিং’-কে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানানোর এর চেয়ে অনন্য উপায় আর কি হতে পারে!

চলতি কাপ যুদ্ধে ৬ ম্যাচে বিরাটের রান ৩৫৪। গড় ৮৮.৫০। সর্বোচ্চ বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০৩। ৮৮.৫০ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ১টি শতরান ও ৩টি অর্ধ শতরান। অন্যদিকে বিরাটের ঠিক পরেই রয়েছেন রিজওয়ান। ৬ ম্যাচে তাঁর রান ৩৩৩। গড় ৬৬.৬০। সর্বোচ্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৩১। ৯৭.৩৬ স্ট্রাইক রেট বজায় রেখে ১টি শতরান ও ১টি অর্ধ শতরান। এহেন রিজওয়ানের প্রার্থনা কাজে লাগে কিনা সেটাই দেখার।

[আরও পড়ুন: ‘রান চেজের দিক থেকে শচীনকে ছাপিয়ে গিয়েছেন বিরাট’, বড় মন্তব্য করে দিলেন গ্রেম স্মিথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement