Advertisement
Advertisement
কোহলি

আউট না হয়েই প্যাভিলিয়নে ফিরলেন বিরাট! জোর আলোচনা নেটদুনিয়ায়

আম্পায়ার আউট দেওয়ার আগেই কোহলি মাঠ ছাড়েন!

ICC Cricket World Cup 2019: 'Not-out' Virat Kohli walks back to pavillion
Published by: Subhajit Mandal
  • Posted:June 16, 2019 10:18 pm
  • Updated:June 16, 2019 10:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি কি আদৌ আউট ছিলেন? ভারত অধিনায়কের নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া হওয়ার পর নেটদুনিয়ায় এখন এ নিয়েই চলছে জোর চর্চা। ম্যাচের ৪৮তম ওভারে পাক পেসার মহম্মদ আমিরের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট। কিন্তু নেটিজেনদের দাবি, ভারত অধিনায়ক নাকি আউটই ছিলেন না। কিন্তু, বিরাট আম্পায়ারের সিদ্ধান্ত না জেনে নিজে থেকেই প্যাভিলিয়নে ফিরে যান।

[আরও পড়ুন: ঘোড়ায় চড়ে ম্যাচ দেখতে পাক সমর্থক! হেসে খুন নেটিজেনরা]

ম্যাচের ৪৮তম ওভার। সেসময় কোহলি ব্যাট করছিলেন ৭৭ রানে। বল খেলেছিলেন ৬৪টি। এই সময় মহম্মদ আমিরের একটি বাউন্সারে হুক করতে যান বিরাট। কিন্তু, কোহলির ব্যাটে বলটি ঠিকমতো লাগেনি। বল চলে যায় উইকেটরক্ষক সরফরাজ খানের দস্তানায়। আমির কট বিহাইন্ডের আবেদন করেন। আম্পায়ার আউট দেওয়ার আগেই কোহলি প্যাভিলিয়নে। স্বাভাবিকভাবেই আদৌ বলটি বিরাটের ব্যাটের কানায় লেগেছিল কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। পরে স্লো মোশন ক্যামেরাতেও স্পষ্ট ব্যাটে লাগার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এমনকী আলট্রা-এজ-ডিটেক্টর, স্নিকো মিটারের মতো অত্যাধুনিক প্রযুক্তিতেও বল ব্যাটে লাগার প্রমাণ মেলেনি। যদিও, বলটি যখন ব্যাটের কাছ দিয়ে যায় তখন হালকা আওয়াজ হয়েছিল।  নেটিজেনদের বিশ্বাস কিং কোহলি আউট ছিলেন না। নিজের সততার জন্যই নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া হল তাঁর।

Advertisement

[আরও পড়ুন: অনবদ্য রেকর্ড রোহিত-কোহলির, পাকিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত]

তবে, কোহলির সেই ‘মহানুভবতার’ পরেও ভারত যথেষ্ট ভাল অবস্থাতেই আছে এই ম্যাচে। রোহিতের সেঞ্চুরি, বিরাট এবং লোকেশ রাহুলের অর্ধশতরানে ভর করে পাকিস্তানের সামনে ৩৩৭ রানের লক্ষ্য রেখেছে মেন ইন ব্লু। যা তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও একের পর এক উইকেট খুইয়ে এখন রীতিমতো চাপে পাকিস্তান।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement