৮ বছর পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। নামছে বিশ্বের সেরা ৮ দল। টুর্নামেন্ট শুরুর আগে কে কোথায় দাঁড়িয়ে? আজ নজরে টিম ইন্ডিয়া।
গ্রুপ: গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড।
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অর্শদীপ সিং, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।
শক্তি: চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলের মূল শক্তি ব্যাটিং। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে কার্যত ব্যাটিং বিক্রমেই ৩-০ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা এই সিরিজে সেঞ্চুরি পেয়েছেন। নিয়মিত রান পেয়েছেন শুভমান গিল, শ্রেয়স আইয়াররা। বিরাট কোহলিও অর্ধশতরানের ইনিংস খেলেছেন। যেটুকু সুযোগ পেয়েছেন, সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছেন অক্ষর প্যাটেল, কেএল রাহুলরা। এ ছাড়া ব্যাটিং বিভাগের গভীরতাও ভারতের শক্তি। হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, তিন জন অলরাউন্ডার প্রথম একাদশে থাকায় দলের ব্যাটিং বিভাগের গভীরতা অন্য দলের তুলনায় বেশি। ৩ স্পিনার নিয়ে নামায় স্পিন বিভাগও শক্তিশালী। তবে দুবাইয়ে স্পিনাররা কতটা সাহায্য পাবেন তা নিয়ে সংশয় রয়েছেই।
দুর্বলতা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার মূল দুর্বলতা পেস বিভাগ। জশপ্রীত বুমরাহ নেই। দীর্ঘদিন বাদে চোট থেকে ফেরা শামি এখনও পুরোপুরি ছন্দ ফিরে পাননি। অর্শদীপ সিং সেভাবে ওয়ানডে খেলেননি দীর্ঘদিন। আর হর্ষিত রানা একেবারেই আনকোরা। স্পিন বিভাগে কুলদীপ যাদব না বরুণ চক্রবর্তী এই ধাঁধাঁর সমাধান করাটাও একটা চ্যালেঞ্জ। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ কেমন, কোচের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক, এসব নিয়েও বিস্তর লেখালেখি হচ্ছে। সেটাও কোনও বড় দলের জন্য সুখকর নয়।
এক্স ফ্যাক্টর: বরুণ চক্রবর্তী।
সম্ভাবনা: খাতায় কলমে ভারত টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। পেস বিভাগের অনভিজ্ঞতা বাদ দিলে সেভাবে দুর্বলতা চোখে পড়ে না। সেদিক থেকে দেখতে গেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতরাই ফেভারিট। তবে অতীতে বড় টুর্নামেন্টে চাপের মুখে রোহিতদের ব্যর্থ হতে দেখা গিয়েছে। এবার তেমনটা যাতে না হয়, সেটাই চাইবে ভারতীয় সমর্থককুল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.