Advertisement
Advertisement

Breaking News

ICC Champions Trophy 2025

ভারত-পাক মহারণের শুরুতেই হারের রেকর্ড! হতাশ অধিনায়ক রোহিত

কী এমন রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া?

ICC Champions Trophy 2025: Rohit Sharma losses Toss again
Published by: Subhajit Mandal
  • Posted:February 23, 2025 3:35 pm
  • Updated:February 23, 2025 3:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক মহারণে বল গড়ানোর আগেই হারের রেকর্ড! ফের টস হার। এই নিয়ে ওয়ানডে ক্রিকেটে টানা ১২টি ম্যাচে টস হারতে হল ভারতীয় দলকে। এর আগে টানা ১১টি ম্যাচে টস হারার রেকর্ড ছিল নেদারল্যান্ডসের দখলে। সেটা এবার ভারতের দখলে চলে এল। সবকটি ম্যাচে অধিনায়ক রোহিত ছিলেন না। তবে সিংভাগ টসই ভারত হেরেছে রোহিতের সময়।

চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে টসে কয়েন ছোড়েন পাক অধিনায়ক মহম্মদ রিজওয়ান। রোহিত হেড ডাকলেও কয়েনে ‘টেল’ পড়ে। অর্থাৎ আরও একটা টস হার। হতাশায় মুখ ফিরিয়ে সরে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা। রিজওয়ান প্রত্যাশিতভাবেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। পরে রোহিতকেও সঞ্চালক রবি শাস্ত্রী প্রশ্ন করেন, তিনি টস জিতলে কী করতেন? রোহিত অবশ্য সে প্রশ্নের জবাব দেননি।

Advertisement

ভারতের টস হারের এই ধারা শুরু হয়েছিল সেই ২০২৩ বিশ্বকাপের ফাইনালে। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ এবং সদ্য ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ। সবকটি ম্যাচেই টস হেরেছে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচেও টসে সেই হারতেই হল টিম ইন্ডিয়াকে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল। বাকি সব ম্যাচেই অধিনায়ক ছিলেন রোহিত শর্মা।

তবে এই ১২টি ম্যাচে টস হারলেও ভারত অধিকাংশ ম্যাচই জিতেছে। শুধু শ্রীলঙ্কার বিরুদ্ধেই সিরিজ হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করবেন, টসভাগ্যে যা-ই হোক, ম্যাচ ভারতই জিতবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement