Advertisement
Advertisement
ICC Champions Trophy 2025

‘ভারত দল না পাঠালে…’, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবস্থান জানাল পাকিস্তান, হুঁশিয়ারি বিসিসিআইকে

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ চূড়ান্ত করতে ২৯ নভেম্বর বৈঠকে বসতে চলেছে আইসিসি।

ICC Champions Trophy 2025: PCB sends strong message to Jay Shah amid standoff

প্রতীকী ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:November 28, 2024 10:39 am
  • Updated:November 28, 2024 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে আর একটা দিন। তারপরই আইসিসির মেগা বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) নিয়ে একটা হেস্তনেস্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা আদৌ হবে কি? সংশয় কাটছে না। কারণ, ভারত এবং পাকিস্তান দুই দেশই অবস্থানে অনড়। বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে, সরকারের অনুমতি না থাকায় পাকিস্তানে দল পাঠানো সম্ভব নয়। এবার পালটা হুঁশিয়ারি এল পাকিস্তানের তরফেও। পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত পাকিস্তানে খেলতে না গেলে, পাকিস্তানও ভবিষ্যতে ভারতে দল পাঠাবে না।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ চূড়ান্ত করতে ২৯ নভেম্বর বৈঠকে বসতে চলেছে আইসিসি। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে এই প্রতিযোগিতা হওয়ার কথা। তবে ওয়াঘার ওপারে খেলতে যেতে নারাজ ভারত। সেই কথা আইসিসি-কে জানানোর পাশাপাশি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবিও জানিয়েছে ভারতীয় বোর্ড। সেক্ষেত্রে ভারতের ম্যাচগুলি আয়োজিত হবে তৃতীয় কোনও দেশে। এর আগে এশিয়া কাপ হয়েছে এই মডেলে। যদিও সেই প্রস্তাবে রাজি নয় পাকিস্তান।

Advertisement

পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি বলছেন, “পাকিস্তানে ক্রিকেটের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই আমরা করব। আমাদের অবস্থান স্পষ্ট। ভারত যদি পাকিস্তানে দল না পাঠায়, তাহলে পাকিস্তানও ভারতে দল পাঠাবে না।” নকভি গদ্দাফি স্টেডিয়ামে বুধবার সাংবাদিক বৈঠকে বলেছেন, “আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি, যেটা পাক ক্রিকেটের জন্য ভালো সেটাই করব। আমি আইসিসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা স্পষ্ট করে দিয়েছি, পাকিস্তান ভারতে গিয়ে খেলবে, আর ভারত পাকিস্তানে দল পাঠাবে না। এটা হতে পারে না। আমরা সেটা আইসিসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছি।”

যদিও নকভির এই বক্তব্যের পর প্রশ্ন উঠছে, তাহলে কি হাইব্রিড মডেল মেনে নিলেন পিসিবি চেয়ারম্যান? তাঁর বক্তব্যে স্পষ্ট, ভারত যে দল পাঠাবে না, সেটা তিনি বুঝে গিয়েছেন। তার পালটা কী পদক্ষেপ পাকিস্তান করতে পারে, সেটাই এখন ভেবে রাখতে চাইছেন। শেষমেশ আইসিসির বৈঠকে কী হয়, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement