Advertisement
Advertisement

Breaking News

Cricket

আইপিএল শেষ হতেই শুরু টি-২০ ‌বিশ্বকাপের কাউন্টডাউন, ‘সফল হবে টুর্নামেন্ট’, আশা বোর্ডের

দুবাইয়ে বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল আইসিসি।

ICC begins countdown to T20 World Cup 2021: Great honour to host tournament, says BCCI boss Sourav Ganguly | Sangbad Pratidin‌‌
Published by: Abhisek Rakshit
  • Posted:November 12, 2020 6:16 pm
  • Updated:November 12, 2020 10:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ IPL শেষ। এবার শুরু হবে একাধিক আন্তর্জাতিক সিরিজ। অদূর ভবিষ্যতে ICC’র কোনও টুর্নামেন্ট না থাকলেও, আগামী বছর এই সময়ই ভারতে বসতে চলেছে ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2021) আসর। অর্থাৎ হাতে আর মাত্র বছরখানেক। তার মধ্যেই সারতে হবে প্রস্তুতি। করোনা সংক্রমণের মাঝে যা আরও কঠিন।

বৃহস্পতিবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে আসন্ন এই টি–টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু করল আইসিসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly), সচিব জয় শাহ (Jay Shah), আইসিসির চিফ এগজিকিউটিভ (‌Chief Executive)‌ মানু সহনি (‌Manu Sawhney)‌। অনুষ্ঠানের পর টি–টোয়েন্টি বিশ্বকাপের সফল আয়োজনের ব্যাপারে আশাপ্রকাশ করেন বিসিসিআই সভাপতি সৌরভ। পাশাপাশি জানান, টুর্নামেন্ট সফল করতে একযোগে কাজ করবে আইসিসি এবং বিসিসিআই।

Advertisement

[আরও পড়ুন: সম্পূর্ণ সুস্থ কপিলদেব, ফের প্রাক্তন ভারত অধিনায়ককে দেখা গেল প্রিয় গলফ কোর্সে]

চলতি বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার কারণে তা বাতিল হয়ে যায়। পরিবর্তে জানানো হয়, ২০২২ সালের টি–২০ বিশ্বকাপ আয়োজিত হবে সেদেশে। অন্যদিকে জানানো হয়, ভারতেই আয়োজন করা হবে ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ। অনুষ্ঠান মঞ্চ থেকে সৌরভ বলেন, ‘‌‘পুরুষদের টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারাটা খুবই সম্মানের। ‌১৯৮৭ সাল থেকে ভারত সফলভাবে বিভিন্ন আইসিসি ইভেন্টের আয়োজন করে এসেছে। আমার মনে হয় ক্রিকেটাররাও ভারতে খেলার জন্য মুখিয়ে থাকবেন।’‌’‌ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘‌‘‌আগে ক্রিকেটার হিসেবে আইসিসি ইভেন্টে যোগ দিয়ে বুঝেছি, এই সময় গোটা বিশ্বে কতটা উত্তেজনা থাকে। প্রত্যেকটি খেলায় লক্ষ লক্ষ মানুষের নজর থাকে। তবে এবার আমি প্রশাসক হিসেবে সফলভাবে ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আশাবাদী।’‌’‌ একই সুর শোনা গিয়েছে বিসিসিআই সচিব জয় শাহের গলাতেও। তিনি জানান, টুর্নামেন্ট সফল করতে ভারতীয় বোর্ড সমস্তরকম চেষ্টা করবে।

[আরও পড়ুন: PPE পরে দুবাই থেকেই অস্ট্রেলিয়া রওনা টিম ইন্ডিয়ার, দেশে ফিরছেন ‘আনফিট’ রোহিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement